ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

যে শাস্তি হতে পারে সাব্বিরের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
যে শাস্তি হতে পারে সাব্বিরের সাব্বির রহমান / ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

অপকর্ম তিনি বহুবারই করেছেন। কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি হননি একবারও। জরিমানা দিয়ে পার পেয়ে গেছেন। বলছিলাম বাংলাদেশ ক্রিকেট দলের হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের কথা।

সম্প্রতি রাজশাহীতে জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডে এক কিশোরকে লাঞ্ছিত করেছেন বাংলাদেশ ক্রিকেটের এই ‘ব্যাডবয়’। ছাড়েননি ম্যাচ রেফারিকেও।

কেন তিনি এমন অন্যায় করলেন? জানতে চাইলে তাকে হুমকি ধামকি দিয়েছেন।

জানা গেছে, এমন অপকর্মে জন্য আর্থিক দণ্ডের পাশাপাশি সাব্বিরের ওপর কঠিন শাস্তির খড়গ নেমে আসতে পারে। বিসিবি পাড়ায় গুঞ্জন, ঘরোয়া ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ হচ্ছেন তিনি। পাশাপাশি নাম কাটা যেতে পারে জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি থেকেও।

বাংলাদেশ ক্রিকেটের পরিচালনা বিভাগ বরাবর ম্যাচ রেফারির দেয়া প্রতিবেদন অনুযায়ী, সাব্বির বিসিবি’র আচরণবিধির লেভেল-৪ ভঙ্গ করেছেন। যার শাস্তি হিসেবে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা ও ঘরোয়া ক্রিকেটে বেশকিছু ম্যাচে নিষেধাজ্ঞার ঘোষণা আসার সম্ভাবনাও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০১৭
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।