ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ব্যাটে মার্করাম ও বলে মর্কেলের দাপট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
ব্যাটে মার্করাম ও বলে মর্কেলের দাপট সংগৃহীত ছবি

ইতিহাসের প্রথম চার দিনের টেস্টে সেঞ্চুরি করে বসলেন প্রোটিয়া ওপেনার এইডেন মার্করাম। জিম্বাবুইয়ান বোলারদের থোরাই কেয়ার করে খেলেছেন অনবদ্য ১২৫ রানের ইনিংস। দলের হয়ে দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ ৫৩ রান করেছেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ৬ রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন টেমবা বাভুমা।

আর তাদের ব্যাটে ভর করেই পোর্ট এলিজাবেথে ৯ উইকেটে ৩০৯ রান নিয়ে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে দ. আফ্রিকা।

জিম্বাবুয়ের হয়ে বল হাতে কাইলে জার্ভিস, পোফু ৩টি করে ও গ্রায়েম ক্রেমার নিয়েছেন ২টি উইকেট।

ভিলিয়ার্সদের ৩০৯ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভাল হয়নি সফরকারী জিম্বাবুয়ের। মরনে মর্কেলের পেস তোপে দলীয় ১৪ রান তুলতেই হারাতে হয়েছে টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে। যা নিয়ে ব্রেন্ডন টেইলরদের প্রথম দিনের খেলা শেষ করতে হয়েছে। দিনশেষে স্বাগতিকদের চাইতে ২৭৯ রানে পিছিয়ে সফরকারীরা।

প্রোটিয়াদের হয়ে অপর উইকেটটি নিয়েছেন ভারনন ফিল্যান্ডার।

বাংলাদেশ সময়: ০৫৫৬ ঘণ্টা, ২৭ ডিসেম্বর,২০১৭
এইচএল    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।