ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চার দিনের টেস্ট হবে ৯৮ ওভার করে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
চার দিনের টেস্ট হবে ৯৮ ওভার করে ছবি:সংগৃহীত

চলতি মাসের ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। ঐতিহ্যবাহী এ দিনে কোনো সূচি না থাকায় আইসিসি থেকে অনুমতি নিয়ে আগেই চারদিনের ম্যাচ আয়োজনের ব্যবস্থান করে প্রোটিয়ারা। এবার নতুন খবর আসন্ন এই টেস্টে প্রতি দিন গড়ে ৯৮ ওভার খেলা হবে।

স্বাভাবিক ভাবে টেস্টে পাঁচদিনে প্রতিদিন ৯০ ওভার করে খেলা হয়।

এই টেস্টে পরিবর্তন হচ্ছে ফলোঅনের নিয়মেও।

১৫০ রান এগিয়ে থাকলেই প্রতিপক্ষকে ফলোঅন করানো যাবে। যেখানে পাঁচদিনের টেস্টে ২০০ রান এগিয়ে থাকলে প্রতিপক্ষকে ফলোঅন করাতে হয়।
 
পোর্ট অব এলিজাবেথের এ ম্যাচে প্রতি সেশন হবে কমপক্ষে দুই ঘন্টার। সর্বোচ্চ আড়াই ঘন্টা। আর টেস্টটি স্থানীয় সময় দুপুর দেড়টায় শুরু হয়ে শেষ হবে রাত নয়টায়। দিবা-রাত্রির এ ম্যাচে নির্ধারিত ৯৮ ওভার শেষ করতে ফিল্ডিং দলকে অতিরিক্ত ৩০ মিনিট দেয়ার নিয়ম রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০১৭
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।