ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

মেলবোর্নকে ছাপিয়ে যাবে ভারতের মোতেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
মেলবোর্নকে ছাপিয়ে যাবে ভারতের মোতেরা মেলবোর্নকে ছাপিয়ে যাবে ভারতের মোতেরা/ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটে অবস্থিত সর্দার প্যাটেল মোতেরা স্টেডিয়ামটি হতে চলেছে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। যেখানে বসে একসঙ্গে ১ লাখ ১০ হাজার দর্শক খেলা উপভোগ করতে পারবেন। বিশ্বের সর্ববৃহৎ স্টেডিয়াম হিসেবে পরিচিত অস্ট্রেলিয়ার মেলবোর্ন স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ২৪ জন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত শাহের স্বপ্নের প্রকল্প এই মোতেরা স্টেডিয়াম। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, মোতেরা খুব শিগগিরই কনস্ট্রাকশন কোম্পানির হাতে তুলে দেওয়া হবে।

গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি পরিমল নাথওয়ানি জানিয়েছেন, ‘আসন সংখ্যার বিচারে বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম মেলবোর্ন। সেখানে ১ লাখ ২৪ জন দর্শক বসে খেলা দেখতে পারেন। কিন্তু মোতেরা স্টেডিয়ামের আসন সংখ্যা হচ্ছে ১ লাখ ১০ হাজার। তাই তৈরি হয়ে যাওয়ার পর মোতেরাই হতে চলেছে বিশ্বের সবথেকে বড় ক্রিকেট স্টেডিয়াম। এতদিন মোতেরাতে ৫৪ হাজার দর্শক একসাথে বসে খেলা দেখতে পারতেন। বড় করার পাশাপাশি স্টেডিয়ামটিতে থাকবে আধুনিক সব ব্যবস্থাই। ’

আগামী দু’বছরের মধ্যেই এই ক্রিকেট স্টেডিয়াম ছাপিয়ে যাবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড ও লর্ডস ক্রিকেট গ্রাউন্ডকে। গত সোমবার থেকে শুরু হয় মাঠ ও গ্যালারি ভাঙার কাজ। এই দু’বছরে স্টেডিয়াম তৈরি করতে খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা। তবে, খরচের বাজেট আরও বেশি।

গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি পরিমল নাথওয়ানি আরও জানান, ‘বিশ্বমানের আরও নানা ব্যবস্থা থাকবে এই স্টেডিয়ামে। থাকবে ৭৬টি কর্পোরেট বক্স, চারটি ড্রেসিং রুম, বড় একটি ক্লাব হাউজ, অলিম্পিকের মতো একটি বৃহদাকার সুইমিং পুল। দেশের সব থেকে বড় নির্মান কোম্পানীকেই এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই এই ব্যবস্থা। যেখানে গুরুত্ব দেওয়া হবে স্টেট অব আর্ট ক্লাব ফেসিলিটিকে। ’

তিনি আরও যোগ করেন, ‘স্টেডিয়ামে থাকবে তিনটি অনুশীলনের মাঠ ও ইন্ডোর ক্রিকেট একাডেমি। আর স্টেডিয়ামটি আইপিএলের দল গুজরাট লায়ন্সের ঘরের মাঠ হিসেবে ব্যবহার করা হবে। এছাড়া, এবারের ঘরোয়া ক্রিকেটের চ্যাম্পিয়ন (রঞ্জি ট্রফি) গুজরাটের হোম ভেন্যু হিসেবেও এর পরিচিতি থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ১৭ জানুয়ারি ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।