ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাউদির বাউন্সে ইমরুলের বিদায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭
সাউদির বাউন্সে ইমরুলের বিদায় সাউদির বাউন্সে ইমরুলের বিদায়

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের শুরুতেই হোঁচট খেয়েছে টাইগাররা। চতুর্থ ওভারের চতুর্থ বলেই ওপেনিং জুটিতে ফাটল ধরায় কিউই পেসার সাউদি। মাত্র এক রান সংগ্রহ করেই সাজঘরে ফেরেন ইমরুল কায়েস।

১০.৪ ওভার শেষে ৩৩ বলে ৩১ রান নিয়ে ক্রিজে রয়েছেন তামিম ইকবাল। এরমধ্যে রয়েছে ছয়টি মাটি গড়ানো বাউন্ডারি।

মমিনুল হক কিছুটা সতর্ক হয়ে ব্যাট চালাচ্ছেন। ২৪ বল খেলে তার সংগ্রহ দুই রান।

এর আগে দিনের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ব্ল্যাকক্যাপ ক্যাপ্টেন কেন উইলিয়ামসন।

ব্যাট হাতে তামিম ইকবাল আর ইমরুল কায়েস ক্রিজে আসেন বড় একটি জুটি গড়ার লক্ষ্য নিয়ে। তবে বাংলাদেশ ইনিংসের প্রথম সেশনে সাউদির প্রথম স্পেলের দ্বিতীয় ওভারেই প্রমাণ হয়ে যায় পিচ বিশ্লেষকদের বিশ্লেষণ। দুর্দান্ত বাউন্সে ক্যাচ ওঠাতে বাধ্য করেন ইমরুলকে। হয়তো বুঝিয়ে দিতে চাইলেন, ওয়েলিংটনের বেসিন রিজার্ভে এই টেস্টটা পেসারদেরই হবে।

তামিমের শুরুটা ভালোই করেছিলেন। তামিমের ১৫ রানের সুবাদে তিন ওভার শেষে দলীয় সংগ্রহ তখন ১৬ রান। চতুর্থ ওভারে স্ট্রাইকে আসেন ইমরুল। সাউদি ওভারের চতুর্থ বলটি শর্ট লেন্থে দুর্দান্ত এক বাউন্স ছোঁড়েন। লেগ স্ট্যাম্পের ওপর বুক উচ্চতায় ওঠা বলটি হুক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান ইমরুল। ব্যাটের মাঝখানে খোঁচা খেয়ে বাতাসে ভেসে ওঠে বল। সহজ ক্যাচ লুফে নেন কাছেই দাঁড়িয়ে থাকা বোল্ট। সাত বলে এক রানের সংগ্রহ নিয়ে মাঠ ছাড়েন ইমরুল।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাশিষ রায় ও কামরুল ইসলাম রাব্বি।

নিউজিল্যান্ড একাদশ: জে এ রাভাল, টম লাথাম, কেন উইলিয়ামসন, রস টেইলর, নিকোওলস, গ্র্যান্ডহোম, ওয়াটলিং, স্যান্টনার, সাউদি, ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।

বাংলাদেশ সময়: ০৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এমএন/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।