ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইয়ং টাইগার্স ক্রিকেটে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
ইয়ং টাইগার্স ক্রিকেটে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ ইয়ং টাইগার্স ক্রিকেটে চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় ঢাকা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে নারায়ণগঞ্জ জেলা দল।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুন্সিগঞ্জ জেলা দলকে ৪৭ রানে পরাজিত করে নারায়ণগঞ্জ।

প্রথমে ব্যাট করে নারায়ণগঞ্জ জেলা দল নির্ধারিত ৪০ ওভারের মধ্যে ৩৮.৩ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১০৩ রানের টার্গেট দেয় মুন্সিগঞ্জ জেলা দলকে।

মুন্সিগঞ্জ জেলা দল ২৭.১ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ৫৬ রানে অলআউট হয়ে যায়।

পরে চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি তুলে দেন গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমবি সাইফ, মুন্সিগঞ্জ ক্রীড়া সংস্থার সদস্য জুনায়েদ হোসেনসহ গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২০, জানুয়ারি ০৫, ২০১৭
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।