ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হোয়াইটওয়াশ এড়াতে পারবে তো টাইগাররা?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
হোয়াইটওয়াশ এড়াতে পারবে তো টাইগাররা? হোয়াইটওয়াশ এড়াতে পারবে তো টাইগাররা-ছবি: সংগৃহীত

সফরকারী বাংলাদেশ আর স্বাগতিক নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ফলাফল নির্ধারণ হয়ে গেছে আগের ম্যাচেই। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক কিউইদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে মাশরাফি বাহিনী।

ঢাকা: সফরকারী বাংলাদেশ আর স্বাগতিক নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ফলাফল নির্ধারণ হয়ে গেছে আগের ম্যাচেই। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক কিউইদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে মাঠে নামবে মাশরাফি বাহিনী।

নেলসনের স্যাক্সটন ওভালে শনিবার (৩১ ডিসেম্বর) ভোর চারটায় মাঠে নামবে দুই দল। তৃতীয় ও শেষ ওয়ানডেটি তাই শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার এক ম্যাচ।

প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ৬৭ রানে হেরেছে টাইগাররা। অথচ দ্বিতীয় ম্যাচে জেতার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের। নিউজিল্যান্ডও ২৫১ রানে অলআউট হয়ে গেলেও বাংলাদেশের ইনিংসে নাটকীয় ব্যাটিং ধসে সিরিজ খোয়ায় তামিম-মাশরাফি-সাকিব-ইমরুলরা।

শেষ ম্যাচের গুরুত্ব কম বলেই হয়তো বাংলাদেশ, নিউজিল্যান্ড কোনো দলই তৃতীয় ওয়ানডের আগে অনুশীলন করেনি। তবে, সান্ত্বনার জয় হলেও কিউইদের শেষ ম্যাচে ছেড়ে কথা বলবে না টাইগাররা।

তৃতীয় ওয়ানডের আগে টাইগার দলপতি মাশরাফি জানিয়েছেন, ‘সবাই ধরে নিয়েছিল দ্বিতীয় ম্যাচটি আমরাই জিতবো। কিন্তু, দিন শেষে আমরা সেটা পারিনি। এটাই পেশাদার ক্রিকেট। সব ভুলে শেষ ম্যাচে জয়টা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। জয় ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই। একটি ম্যাচ জিততে পারলেও বড় কিছু হবে। কঠিন হলেও আমরা জয়ের জন্যই মাঠে নামবো। ’

এদিকে, টাইগারদের দ্বিতীয় ওয়ানডেতে কাটার মাস্টার মোস্তাফিজ ছিলেন না। তবে, তৃতীয় ওয়ানডেতে আবারো তাকে বল হাতে দেখা যেতে পারে। বাংলাদেশ দলের নতুন ফিজিও ডিন কনওয়ের পরামর্শে দ্বিতীয় ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছিল মোস্তাফিজকে। বাঁহাতি এই পেসারের নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলার সম্ভাবনাই বেশি।

জয় নিয়ে নতুন বছর শুরু করতে চাইছেন প্রতিটি টাইগার ক্রিকেটার। তাদের দিকে তাকিয়ে কোটি কোটি টাইগার প্রেমী।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ৩০ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।