ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

মার্শকে নিয়ে অজিদের অপেক্ষা বাড়ছে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
মার্শকে নিয়ে অজিদের অপেক্ষা বাড়ছে ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ‘বক্সিং ডে’ টেস্টে শন মার্শের ফেরার সম্ভাবনা খুবই কম। তার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে অভিষিক্ত ২৪ বছর বয়সী নিক ম্যাডিসন আরেকটি সুযোগ পেতে পারেন। যদিও ব্রিসবেনে চলমান ডে-নাইট টেস্টের দুই ইনিংসেই (১, ৪) ব্যর্থ এ বাঁহাতি ব্যাটসম্যান।

ঢাকা: পাকিস্তানের বিপক্ষে ‘বক্সিং ডে’ টেস্টে শন মার্শের ফেরার সম্ভাবনা খুবই কম। তার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকা সিরিজে অভিষিক্ত ২৪ বছর বয়সী নিক ম্যাডিসন আরেকটি সুযোগ পেতে পারেন।

যদিও ব্রিসবেনে চলমান ডে-নাইট টেস্টের দুই ইনিংসেই (১, ৪) ব্যর্থ এ বাঁহাতি ব্যাটসম্যান।

গত মাসের শুরুতে পার্থে প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্টে হাতের আঙুল ভেঙে ছিটকে পড়েন মার্শ। এরপর থেকেই তিনি মাঠের বাইরে। পাকিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচ সামনে রেখে মার্শের ফিটনেস নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্বয়ং অজি টিমের পারফরম্যান্স চিফ প্যাট হাওয়ার্ড। কয়েকদিনের মধ্যে এক্স-রে করানো হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

মেলবোর্নে আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে (ক্রিসমাসের পরের দিন) মুখোমুখি হবে দু’দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। তিন ম্যাচ সিরিজের তৃতীয় টেস্ট সিডনিতে (৩ জানুয়ারি শুরু)। টেস্টের পর রয়েছে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ।

অজিদের হয়ে এখন পর্যন্ত ১৯টি টেস্ট খেলেছেন ৩৩ বছর বয়সী মার্শ। সাদা পোশাকে পাঁচটি অর্ধশতকের পাশাপাশি চারটি সেঞ্চুরি করেছেন ৫১টি ওয়ানডে ও ১৫টি টি-টোয়েন্টি খেলা এ অভিজ্ঞ বাঁহাতি ব্যাটসম্যান।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।