ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সাব-এডিটর কাউন্সিলের প্রশংসা বাংলানিউজ টিমের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
সাব-এডিটর কাউন্সিলের প্রশংসা বাংলানিউজ টিমের ছবি: মিথুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাব এডিটরদের সংগঠন ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের জন্য আয়োজিত জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রশংসা করেছে...

ঢাকা: সাব এডিটরদের সংগঠন ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের জন্য আয়োজিত জাগো নিউজ-ডিএসইসি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রশংসা করেছে বাংলানিউজ টিম। কোমল পানীয় ব্রেভার এবং বিস্ক ক্লাবের পৃষ্ঠপোষকতায় ৩২টি মিডিয়া হাউজকে নিয়ে গত শনিবার থেকে টুর্নামেন্টটি শুরু হয়।

রাজধানীর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বেশ প্রতিযোগিতামূলক ক্রিকেট দেখেন দর্শকরা। বাংলানিউজ টিমও এই আয়োজনে অংশ নেয়। এ ধরনের আয়োজন আরও হওয়া উচিত বলেও মনে করে বাংলানিউজ; এতে কর্মব্যস্ত সাংবাদিকতার পাশাপাশি এক একটি মিডিয়া হাউজের সঙ্গে একে অন্যের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যেমন বাড়বে তেমনি সৃষ্টি হবে আন্তরিকতা।

টুর্নামেন্টে সোমবার (১২ ডিসেম্বর) মোহনা টেলিভিশনকে ৪০ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলানিউজটোয়েন্টিফোর.কম। এর আগে রোববার (১১ ডিসেম্বর) নিজেদের প্রথম ম্যাচে প্রথম আলোকে ৭৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে টিম বাংলানিউজ। তবে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনালে গাজী টেলিভিশনের কাছে হেরে বিদায় নিতে হয় বাংলানিউজকে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।