ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

নতুন রূপে ‘দ্য ফিজ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
নতুন রূপে ‘দ্য ফিজ’ ছবি: সংগৃহীত

অনেক দিন ধরেই মাঠের বাইরে টাইগারদের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। মিডিয়া আর ভক্তদের থেকেও দূরে ছিলেন এই কাটার মাস্টার। এবার নতুন রূপে দেখা যাবে কাটার মাস্টারকে। ‘দ্য ফিজ’ খ্যাত এই বিশ্বসেরা পেসার খুব দ্রুতই হাজির হচ্ছেন ২২ গজে।

ঢাকা: অনেক দিন ধরেই মাঠের বাইরে টাইগারদের পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। মিডিয়া আর ভক্তদের থেকেও দূরে ছিলেন এই কাটার মাস্টার।

‘দ্য ফিজ’ খ্যাত এই বিশ্বসেরা পেসার খুব দ্রুতই হাজির হচ্ছেন ২২ গজে।

ইনজুরি কাটিয়ে জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন মোস্তাফিজ। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় জাতীয় দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে রয়েছেন। এবার নতুন রূপে দেখা যাবে কাটার মাস্টারকে।

শান্ত আর সাদাসিধে মোস্তাফিজ আসছেন নতুন হেয়ার স্টাইলে। সাতক্ষীরার এই তরুণ বিশ্বব্যাপী তারকাখ্যাতি কুড়িয়েছেন আগেই। এবার তাকে দেখা যাবে ফ্যাশন সচেতন হিসেবে।

মোস্তাফিজ তার নতুন হেয়ারস্টাইলের ছবিগুলো দিয়েছেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে।

আগামী ২৬ ডিসেম্বর নিউজিল্যান্ড সফর শুরু করবে টাইগাররা। কিউইদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে মোস্তাফিজ-মাশরাফি-সাকিব-তামিম-মুশফিকরা। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে টাইগাররা।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ১১ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।