ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

ক্রিকেট

দেশের ক্রিকেটের উন্নয়নে সামিল ইজেনারেশন লিমিটেড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
দেশের ক্রিকেটের উন্নয়নে সামিল ইজেনারেশন লিমিটেড ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে বিশেষ অবদান রাখতে চায় দেশের অন্যতম সফটওয়্যার প্রতিষ্ঠান ইজেনারেশন লি.। আর তাই এবারের বিপিএলে রাজশাহী কিংসের অন্যতম বিনিয়োগকারী হয়েছে প্রতিষ্ঠানটি।

ঢাকা: বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে বিশেষ অবদান রাখতে চায় দেশের অন্যতম সফটওয়্যার প্রতিষ্ঠান ইজেনারেশন লি.। আর তাই এবারের বিপিএলে রাজশাহী কিংসের অন্যতম বিনিয়োগকারী হয়েছে প্রতিষ্ঠানটি।

ইজেনারেশনের সহযোগি প্রতিষ্ঠান ও দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম বাগডুম ডটকম দলটির অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে।

এ বিষয়ে ইজেনারেশন লি. এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামীম আহসান জানান, ক্রিকেট বিশ্বে বাংলাদেশ এখন উদীয়মান হিসেবে নয়, বরং অন্যতম শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের যে কোনো দলকে হারানোর সক্ষমতা অর্জন ও তার প্রমাণ রেখেছে। এই ধারাবাহিকতা রাখতে ও নিজেদের আরও পরাক্রমশালী হিসেবে তৈরি করতে ক্রিকেটে পৃষ্ঠপোষকতা প্রয়োজন। সেই প্রয়োজনের তাগিদে বাংলাদেশের ক্রিকেটের অগ্রযাত্রায় সামিল হতে চায় ইজেনারেশন লি.। এবারের বিপিএলে সেই সুযোগটি সামনে আসে। রাজশাহী কিংসের মালিকানায় শরীক হতে পেরে আমরা আনন্দিত।

শুধু রাজশাহী কিংসের বিনিয়োগকারী হিসেবেই থেমে থাকেনি ইজেনারেশন লি.। আরেকটি সহযোগি প্রতিষ্ঠান বাগডুম ডটকম একই দলের অন্যতম পৃষ্ঠপোষক (স্পন্সর) হয়েছে। এর মাধ্যমে দলটির মার্চেন্টাইজিং কর্তৃত্ব পায় দেশের শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানটি। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে সহজে তার প্রিয় দলটির জার্সিসহ অন্যান্য খেলার সামগ্রী পৌঁছে দিচ্ছে বাগডুম। ইজেনারেশন ছাড়াও রাজশাহী কিংসের অন্যান্য মালিকানা প্রতিষ্ঠান হচ্ছে রানার গ্রুপ, রেনেসাঁ গ্রুপ এবং খান বাহাদুর গ্রুপ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ০৫ ডিসেম্বর ২০১৬
এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।