ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

আফিফের প্রশংসায় তামিম

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
আফিফের প্রশংসায় তামিম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই চমক দেখিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। রাজশাহী কিংসের এই অফস্পিনার প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নিয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন।

মিরপুর থেকে: বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমেই চমক দেখিয়েছেন আফিফ হোসেন ধ্রুব। রাজশাহী কিংসের এই অফস্পিনার প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টি-টোয়েন্টিতে পাঁচ উইকেট নিয়ে অনন্য এক রেকর্ড গড়েছেন।

 

আফিফের বোলিংয়ের সামনে চিটাগং ভাইকিংসের ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেনি। অন্যদের সঙ্গে নাস্তানাবুদ হয়েছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল।  

চার ওভারে একটি মেডেনসহ পাঁচ উইকেট নেওয়া আফিফকে নিয়ে আগামীকাল এলিমিনিটর ম্যাচে নিশ্চয়ই ভাবনায় থাকবে চিটাগং ব্যাটসম্যানরা। তাই বলে প্রতিপক্ষ দলের এ বোলারকে প্রশংসা করতে কার্পন্য করেননি চিটাগং অধিনায়ক তামিম ইকবাল।  

সোমবার (০৫ ডিসেম্বর) মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের আগে তামিম জানান, ‘আফিফ ভালো বল করেই পাঁচ উইকেট পেয়েছে। আমি আসলে ওকে ফেইস করতে পারিনি। আমি ম্যাচের প্রথম বলেই আউট হয়ে গেছি। ১৭ বছরের একটি বাংলাদেশি ছেলে খুব ভালো ব্যাটিং সাইডের বিপক্ষে ৫ উইকেট পেয়েছে। গেইলকে দেখে অনেকে এমনিতেই নার্ভাস হয়ে যায়। কিন্তু গেইলের বিপক্ষেও ভালো বোলিং করেছে আফিফ। আমি ওর জন্য খুশি, আমি বাংলাদেশের জন্য খুশি। আশা করি, একটা ম্যাচ না। সে ভবিষ্যতেও ভালো করবে। ’

গেল শনিবার (০৩ ডিসেম্বর) রাতে শের-ই-বাংলা স্টেডিয়ামে লিগ পর্বে দুই দলের শেষ ম্যাচে ধ্রুব তারার মতো জ্বলে ওঠেন আফিফ। অনূর্ধ্ব-১৯ দলের এই সহ-অধিনায়ক বিপিএলের মঞ্চে নিজেকে চেনান মাত্র ১৭ বছর বয়সে।  

স্পিন জাদু দেখানো আফিফের মূল শক্তি ব্যাটিং। এটা জেনে অবাক হয়েছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটার জেমস ফ্র্যাঙ্কলিন। আগামীকাল কী তবে ব্যাটিংয়েও জাদু দেখাবেন আফিফ? রাজশাহী-চিটাগং লড়াই শুরু মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুর ১টায়।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ০৫ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।