ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

শহীদের পরিবর্তে টাইগার স্কোয়াডে রুবেল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
শহীদের পরিবর্তে টাইগার স্কোয়াডে রুবেল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

শেষ পর্যন্ত ইনজুরিই কাল হয়ে দাঁড়ালো টাইগার পেসার মোহাম্মদ শহীদের নিউজিল্যান্ড সফরের পথে। বিপিএলে হাঁটুর ইনজুরিতে পড়া এই পেসারের স্থলাভিষিক্ত হয়েছেন রুবেল হোসেন।

মিরপুর থেকে: শেষ পর্যন্ত ইনজুরিই কাল হয়ে দাঁড়ালো টাইগার পেসার মোহাম্মদ শহীদের নিউজিল্যান্ড সফরের পথে। বিপিএলে হাঁটুর ইনজুরিতে পড়া এই পেসারের স্থলাভিষিক্ত হয়েছেন রুবেল হোসেন।

নিউজিল্যান্ড সফরে মোহাম্মদ শহীদের জায়গায় থাকছেন এই অভিজ্ঞ পেসার।

মোহাম্মদ শহীদের জায়গায় বাংলাদেশ দলে রুবেল হোসেনের স্থলাভিষিক্ত হওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে রুবেল প্রসঙ্গে মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘শহীদের ইনজুরি থাকায় আমরা রুবেলকে বদলি হিসেবে নিয়েছি। ’
 
এর আগে ইনজুরি থেকে ফিরে দারুণ সময় কাটাচ্ছিলেন ঢাকা ডায়নামাইটসের পেসার মোহাম্মদ শহীদ। আট ম্যাচে ১৫ উইকেট নিয়ে বিপিএলে নিজেকে অন্যরূপে মেলে ধরেছেন। টেস্ট ক্রিকেটারের তকমা গায়ে লাগানো শহীদের ফর্ম জানান দিচ্ছিলো নিজেকে প্রমাণের।

কিন্তু ২৬ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বাউন্ডারি সীমানার কাছে ফিল্ডিং করতে গিয়ে চোট পান শহীদ। সেকুজে প্রসন্নর করা ইনিংসের ১৪তম ওভারের দ্বিতীয় বলে কুমিল্লার ব্যাটসম্যান আহমেদ শেহজাদ কাট শট খেললে বল যায় ডিপ থার্ডম্যানে। একস্ট্রা কাভার থেকে বাঁ-দিকে ছুটে এসে ডান পা দিয়ে বল থামাতে গিয়ে শরীরের ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান শহীদ। চোটের কারণে এরপর আর মাঠে নামা হয়নি এ ডানহাতি পেসারের।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ৫ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।