ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এটা আমাদের সেরা জয়: মাহমুদুল্লাহ রিয়াদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
এটা আমাদের সেরা জয়: মাহমুদুল্লাহ রিয়াদ ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের এবারের আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা ডানামাইটসের বিপক্ষে ৬ উইকেটের জয় খুলনা টাইটানস। ফলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে থেকে শেষ চার নিশ্চিত করলো মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা।

মিরপুর থেকে: বিপিএলের এবারের আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচে ঢাকা ডানামাইটসের বিপক্ষে ৬ উইকেটের জয় খুলনা টাইটানস। ফলে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে থেকে শেষ চার নিশ্চিত করলো মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা।

২৮ বলে মাহমুদুল্লাহ রিয়াদের ৫০ রানের অধিনায়কোচিত ইনিংসে ভর করে ঢাকা ডানামাইটসের দেয়া ১৫৯ রানের লক্ষ্যও টপকালো সহজে। ১২ বল বাকী থাকতেই জয় তুলে নেয় খুলনা টাইটানস।  
 
পয়েন্ট টেবিলের হিসাবটা আগেই জানা ছিল। জিতলে সেরা চারে, না হলে বিদায়! তাই এ ম্যাচে জয়টাই একমাত্র লক্ষ্য ছিল মাহমুদুল্লাহর খুলনার। তাইতো ঢাকার বিপক্ষে এ জয়কে সেরা হিসেবেই দেখছেন এবারের বিপিএল আসরের অন্যতম সেরা এ অধিনায়ক। তার মতে, ‘আজকের ম্যাচটিকেই আমি সেরা বলবো। কেননা, আজকে ম্যাচে যে অবস্থা ছিল, সেখান থেকে জয় পেয়ে সত্যিই ভাল লাগছে। ’
 
রোববার (৪ ডিসেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ঢাকার বিপক্ষে পাওয়া জয় নিয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান এ টাইটানস অধিনায়ক।  
 
শুধুমাত্র ঢাকার বিপক্ষে জয় পাওয়ার জন্য নয়, ম্যাচটিকে সেরা বলার পেছনে আরও অনেক কারণই থাকার কথা। কেননা বিপিএল শুরু থেকেই জয়ের ধারায় ছিল খুলনা। তাদের শুরুটা হয়েছিল রাজশাহী কিংসের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৩ রানে জয় নিয়ে। যদিও পরের ম্যাচে রংপুর রাইডার্সের কাছে ৪৪ রানে অলআউট হয়ে পেতে হয়েছে বিপিএলে সর্বনিম্ন স্কোরের লজ্জা। তারপরও হাল ছাড়েনি দলটি।  
 
দ্বিগুন উৎসাহে তুলে নিয়েছে পর পর চারটি জয়। এরপর আবার রংপুরের কাছে হেরে জয়ে ছেদ পড়লো রিয়াদদের। পরের ম্যাচে অবশ্য বরিশাল বুলসের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছিল। কিন্তু শেষের দিকে এসে আবার টানা তিনটি ম্যাচ হেরে টুর্নামেন্টে থেকেই বিদায় নেওয়া শঙ্কা তৈরি হয়েছিল। তবে শেষ রক্ষা হলো, ঢাকা ডানামাইটসের বিপক্ষে এ জয়ে। ‘প্রথম দিকে আট ম্যাচে ছয়টা জয় নিয়ে আমরা এক নম্বরে ছিলাম। তারপরে তিনটা ম্যাচ আমরা টানা হারতে থাকি। ওই অবস্থা  থেকে আজকের ম্যাচটা জেতা খুবই জুরুরি ছিল। ’
 
এ জয় কোয়ালিফাইং রাউন্ডে ঢাকার বিপক্ষে আরও ভাল খেলতে আত্মবিশ্বাস যোগাবে বলে মনে করেন মাহমুদুল্লাহ রিয়াদ। ‘আমার মনে হয় এটা আমাদের সামনের ম্যাচগুলোতে আরও ভাল করার আত্মবিশ্বাস যোগাবে। ’
 
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ছ’টায় প্রথম কোয়ালিফাইং ম্যাচে রিয়াদের খুলনা টাইটানসের মুখোমুখি হবে সাকিবের ঢাকা ডানামাইটসের বিপক্ষে।  

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এইচএল/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।