ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দুঃখজনক বললেন জাবেদ ওমর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
দুঃখজনক বললেন জাবেদ ওমর ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর রাইডার্স বিপিএলের এবারের আসরের শুরুটা যেভাবে করেছিল তাতে কেউই হয়তো ভাবেনি যে শেষ চারে যেতে দলটিকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। কেননা প্রথম ছয় ম্যাচের চারটিতেই চিটাগং ভাইকিংস, খুলনা টাইটানস, বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে জায়গা করে নিয়েছিল পয়ন্ট টেবিলের শীর্ষে।

মিরপুর থেকে: রংপুর রাইডার্স বিপিএলের এবারের আসরের শুরুটা যেভাবে করেছিল তাতে কেউই হয়তো ভাবেনি যে শেষ চারে যেতে দলটিকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। কেননা প্রথম ছয় ম্যাচের চারটিতেই চিটাগং ভাইকিংস, খুলনা টাইটানস, বরিশাল বুলস ও কুমিল্লা ভিক্টোরিয়ানসকে হারিয়ে জায়গা করে নিয়েছিল পয়ন্ট টেবিলের শীর্ষে।

এর পর হঠাতই যেন পা হরকায় রংপুর। হেরে গেল টানা তিনটি ম্যাচ। শুরু হয়ে গেল দলটির অবনমন। যদিও সেটি একেবারেই টেবিলের তলানিতে নয়। কিন্তু এই হারে যেটা হলো সেটা হচ্ছে সরাসরি শেষ চারে দলটি খেলতে পারলো না। শেষ চারে যেতে তাদের তাকিয়ে থাকতে হচ্ছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। কেননা এই ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খুলনা টাইটানস জিতলে তারাই উঠে যাবে শেষ চারে। আর খুলনা হেরে গেলে নেট রান রেটে এগিয়ে থাকলে শেষ চারেই থাকবে রংপুর।

রোববার (৪ ডিসেম্বর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে ৮ রানের হারটি তাদের সেই অপেক্ষার পালে লাগিয়েছে জোর হাওয়া। আর এভাবে অন্যের উপরে নির্ভর করে শেষ চারে উঠাকে দুঃখজনক বললেন রংপুর কোচ জাবেদ উমর বেলিম।

‘সত্যিই দুঃখজনক। কারণ পুরো টুর্নামেন্টেই আমরা টপ ক্রিকেট খলেছি যদিও কয়েকটা ম্যাচ হেরেছি। অন্যের উপর নির্ভর করে শেষ চারে উঠা আমি অপছন্দ করি। টুর্নামেন্টের শুরু থেকে আমাদের যে অবস্থা ছিল এমনকি শনিবার (৩ ডিসেম্বর) বরিশালের সাথে যেভাবে খেলে জিতেছি ওই হিসেবে আজকেই আমাদের শেষ চার নিশ্চিত করা উচিত ছিল। কিন্তু হলো না। এখন অন্যের উপর নির্ভর করতে হচ্ছে, জানি না শেষ পর্যন্ত কি হবে। ’

রোববার (৪ ডিসেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন দল নিয়ে এভাবে দুঃখ প্রকাশ করেন এই রংপুর কোচ।

তবে শেষ পর্যন্ত যদি তার দল শেষ চারে উঠতে পারে তাহলে বিগত দিনের হাতছাড়া হওয়া সুযোগগুলো পুরোটাই কাজে লাগাবেন বলে আশ্বস্ত করলেন বেলিম, ‘যদি সুযোগ আসে তাহলে কাজে লাগাতে হবে। ’
 
বিপিএলের এবারের আসরের গ্রুপ পর্বের ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে রংপুর রাইডার্স। অন্যদিকে ১১ ম্যাচ খুলনা টাইটানসের পয়েন্টও ১২। ঢাকার বিপক্ষে খুলনা হেরে গেলেই শেষ চারের সুযোগ থাকছ রংপুরের।  

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ৪ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।