ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

সৌম্যর পাশে দাঁড়ালেন মাশরাফি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
সৌম্যর পাশে দাঁড়ালেন মাশরাফি ছবি: শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিপিএলের এবারের আসরে প্রত্যাশিতভাবে জ্বলে উঠতে পারেননি টাইগার টপঅর্ডার ও রংপুর রাইডার্স ব্যাটসম্যান সৌম্য সরকার। লিগ পর্বে ১২ ম্যাচে তার মোট রান ১৯৫। অথচ এ মাসেই তিনটি ওয়ানডে, টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ।

মিরপুর থেকে: বিপিএলের এবারের আসরে প্রত্যাশিতভাবে জ্বলে উঠতে পারেননি টাইগার টপঅর্ডার ও রংপুর রাইডার্স ব্যাটসম্যান সৌম্য সরকার। লিগ পর্বে ১২ ম্যাচে তার মোট রান ১৯৫।

অথচ এ মাসেই তিনটি ওয়ানডে, টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ।

আর এই সফরকে সামনে রেখে ২০ সদস্যের টাইগার স্কোয়াডে তাকে রাখা হয়েছে। কিন্তু ১ বছরেরও বেশি সময় যাবত তার যে পারফরম্যান্স তাতে ওই সফরে তিনি কতটা ভালো করতে পারবেন সেই বিষয়টি নিয়ে ইতোমধ্যেই শঙ্কা তৈরী হয়েছে।
 
সৌম্যর জন্য আশার কথা হলো তার এমন হতাশাজনক ব্যাটিং মোটেও হতাশ করতে পারেনি টাইগার দলপতি মাশরাফিকে। কেননা বিপিএলে ব্যাট হাতে সৌম্যর এমন পারফরম্যান্সের জন্য মাশরাফি দায়ী করেছেন বাংলাদেশের বদলে যাওয়া উইকেটকে, ‘হয়তো ও বড় রান করতে পারেনি। আজকেও ভাল করতে পারেনি কিন্তু অনেকক্ষণ উইকেটে ছিল। দেখে মনে হচ্ছিল বল বিচার করতে পারছিল। কিন্তু শেষ পর্যন্ত আউট হয়ে গেছে। আমার কাছে মনে হয় বাংলাদেশর উইকেটগুলো এখন ওইরকম নেই। এখান রান করা কঠিন। ’
 
রোববার (৪ ডিসেম্বর) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এভাবেই সতীর্থ সৌম্যকে সমর্থণ করলেন মাশরাফি।

এসময় মাশরাফি আরও বলেন বিপিএলে ব্যাট হাতে সৌম্য জ্বলে উঠতে না পারলেও নিউজিল্যান্ডে ঠিকই তার ব্যাট জ্বলে উঠবে, ‘নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা শুনলেই মনে হয় সিমিং কন্ডিশন। আসলে ওইরকম কিছুই থাকে না। ওখানে সাড়ে তিনশ’ চারশ’ রান করে খেলা হয়। ওখানে উইকেট আরও ভালো থাকবে। শটস খেলতে ব্যাটসম্যানদের আরও সুবিধা হবে। যেহেতু ওয়ানডেতে নতুন বল থাকে সেজন্য হয়তো প্রথম ৫-৭ ওভার সমস্যা হবে। কিন্তু টেস্ট হয়তো অন্যরকম হবে আর এটাই স্বাভাবিক। আমার মনে হয় ব্যাটসম্যানদের জন্য এখানকার চেয়ে ওখানে খেলা আরও সহজ হবে যদি প্রস্তুতি ঠিক থাকে। ’
 
বিপিএলের এবারের আসরে ১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে সৌম্যর রংপুর রাইডার্স টেবিলের চার নম্বরে থাকলেও দলটি যে শেষ চারে খেলছে একথা এখনই বলা যাচ্ছে না। এজন্য তাকিয়ে থাকতে হচ্ছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। কেননা এই ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খুলনা টাইটান্স জিতলে তারাই উঠে যাবে শেষ চারে। আর খুলনা হেরে গেলে নেট রান রেটে এগিয়ে থাকলে শেষ চারেই থাকবে রংপুর।
 
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ৪ ডিসেম্বর ২০১৬
এইচএল/এমআরএম

আরও পড়ুন... নিষ্প্রভ থেকেই লিগ পর্ব শেষ করলেন সৌম্য

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।