ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ফিট তানভির, শহীদকে নিয়ে সুখবর নেই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
ফিট তানভির, শহীদকে নিয়ে সুখবর নেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম-ফাইল ফটো

নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ দল। বিপিএল শেষ করেই আগামী ০৯ ও ১০ ডিসেম্বর দুই ভাগে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করবে ২২ সদস্যের দল।

মিরপুর থেকে: নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ দল। বিপিএল শেষ করেই আগামী ০৯ ও ১০ ডিসেম্বর দুই ভাগে অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করবে ২২ সদস্যের দল।

প্রস্তুতি ক্যাম্পের জন্য ঘোষিত দলে থাকা লেগস্পিনার তানভির হায়দার আঙ্গুলের ইনজুরি কাটিয়ে ফিট হয়ে উঠেছেন সফরের আগেই। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীর ছাড়পত্র নিয়ে রোববার (৪ ডিসেম্বর) ঢাকা ঢায়নামাইটসে যোগ দিয়েছেন এ লেগস্পিনার। প্লেয়ার্স ড্রাফটে তাকে নেয় ঢাকা। কিন্তু বিপিএল শুরুর আগে ইনজুরিতে পড়েন এ ক্রিকেটার।  

বিপিএলের ৮ ম্যাচে ১৫ উইকেট নেওয়া ঢাকা ডায়নামাইটসের পেসার মোহাম্মদ শহীদ হাঁটুর ইনজুরিতে পড়েন গত ২৬ নভেম্বর।
হাঁটুতে ব্যাথা থাকায় আরও এক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে শহীদকে।  

এ প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘শহীদের এসিএল লিগামেন্টে যে ইনজুরিটা ছিল আমরা আজকে ওর এক্সামিন (পরীক্ষা) করেছি। ওর হাঁটুর অবস্থা আগের চেয়ে ভালো কিন্তু ওর এখন পায়ের যে অবস্থা তাতে আরও এক সপ্তাহ বেড রেস্টে (বিশ্রাম) থাকতে হবে। আমরা দুই তিনদিনের মধ্যে আবার রিভিউ করবো। তারপর পরবর্তী চিকিৎসার ব্যাপারে জানাতে পারবো। ’

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ শুরুত খেলবে ওয়ানডে সিরিজ। টেস্ট খেলবে সবার শেষে। টেস্ট সিরিজ শুরুর আগে শহীদ ফিট হবে কিনা-এমন প্রশ্নে কৌশলী উত্তর দিয়েছেন বিসিবির এ চিকিৎসক, ‘এখনই বলা যাচ্ছে না। বলাটা খুব কঠিন। এক মাস পর কী হতে যাচ্ছে। আমরা সপ্তাহ ধরে এগোতে চাই। আর কয়েকটা দিন বিশ্রামের পর হালকা কিছু কাজ শুরু করবো। ’
 
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
এসকে/এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।