ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

‘আজ তিন বিভাগেই আমরা ভালো করেছি’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
‘আজ তিন বিভাগেই আমরা ভালো করেছি’  ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফো.কম

বরিশাল বুলসকে ২৯ রানে হারিয়ে শেষ চারে উঠার লড়াইয়ে টিকে থাকলো রংপুর রাইডার্স। ১১ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ১২। সমান ম্যাচে সমান ১২ পয়েন্ট চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটানসের। রান রেট বিবেচনায় টেবিলে তিন নম্বরে অবস্থান রংপুরের।

মিরপুর থেকে: বরিশাল বুলসকে ২৯ রানে হারিয়ে শেষ চারে উঠার লড়াইয়ে টিকে থাকলো রংপুর রাইডার্স। ১১ ম্যাচে ৬ জয়ে তাদের পয়েন্ট ১২।

সমান ম্যাচে সমান ১২ পয়েন্ট চিটাগং ভাইকিংস ও খুলনা টাইটানসের। রান রেট বিবেচনায় টেবিলে তিন নম্বরে অবস্থান রংপুরের।

আগামীকাল শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শেষ ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করতে চায় রংপুর। আজ বরিশালকে হারিয়ে স্বস্তি ফিরেছে দলটির ক্রিকেটারদের মাঝে।

রংপুরের পাকিস্তানি অলরাউন্ডার আনোয়ার আলীর চোখে তার দলের ক্রিকেটাররা আজ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ভালো করেছে, ‘আজ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ন ম্যাচ ছিল। বলা যেতে পারে বাঁচা-মরার ম্যাচ। আজ তিন বিভাগেই আমরা ভালো করেছি। এখনও আমাদের শেষ চার নিশ্চিত হয়নি। শেষ ম্যাচটিতেও আমরা জিততে চাই। ’

শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা রংপুরকে লড়াকু পুঁজি এনে দেন এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা আফগান ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। ৪০ বলে ৪টি চার ও একটি ছক্কায় ৪৮ রান করে ইনিংসের ভিত গড়ে দেন এ ডানহাতি ব্যাটসম্যান। তিন নম্বরে নামা মোহাম্মদ মিঠুনের ৩৮ ও শেষ দিকে জিয়াউর রহমানের ১৭ বলে ২৩ রানের ইনিংসে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে রংপুর।
 
জবাবে সোহাগ গাজী, রুবেল হোসেন, লিয়াম ডসন ও শহিদ আফ্রিদির দুর্দান্ত বোলিংয়ে ১৮.২ ওভারে ১২৫ রানে গুটিয়ে যায় মুশফিকুর রহিমের দল। এ চার বোলারই নেন দুটি করে উইকেট।

রংপুরকে লড়াইয়ের পুঁজি এনে দিয়ে ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ শাহজাদ। এ ব্যাটসম্যান প্রসঙ্গে আনোয়ার আলী বলেন, ‘বিপিএলের শাহজাদ দারুণ ব্যাটিং করছে। মাঝে এক ম্যাচে খেলেনি সে। তার ফেরাটা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ন ছিল। ’

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ০৩ ডিসেম্বর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।