ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

সাকিব-তামিমের লড়াইয়ে উপচে পড়া ভিড়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
সাকিব-তামিমের লড়াইয়ে উপচে পড়া ভিড় ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিন যত গড়াচ্ছে ততই জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। লিগ পর্বের খেলা শেষ হতে মাত্র দুই দিন বাকি থাকলেও কাগজে-কলমে এখনও সাত দলের কেউ শেষ চার নিশ্চিত করতে পারেনি। তাই শেষ দিকের ম্যাচগুলো নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ।

মিরপুর থেকে: দিন যত গড়াচ্ছে ততই জমে উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। লিগ পর্বের খেলা শেষ হতে মাত্র দুই দিন বাকি থাকলেও কাগজে-কলমে এখনও সাত দলের কেউ শেষ চার নিশ্চিত করতে পারেনি।

তাই শেষ দিকের ম্যাচগুলো নিয়ে দর্শকদের তুমুল আগ্রহ।

শুক্রবার (০২ ডিসেম্বর) রাতের ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ আকাশ ছোঁয়া। কেননা, হাইভোল্টেজ ম্যাচটিতে মুখোমুখি হয় সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস ও তামিম ইকবালের চিটাগং ভাইকিংস। স্থানীয় দুই তারকার সঙ্গে দল দুটিতে যোগ হয়েছেন ক্যারিবীয় তারকা ক্রিস গেইল ও এভিন লুইস। চিটাগংয়ে গেইল আর ঢাকায় খেলছেন লুইস।

দেশি-বিদেশি তারকাদের লড়াইয়ে গ্যালারিতে দর্শক উপস্থিতি প্রায় ২৫,৩১৫ হাজার। কাঁনায় কাঁনায় পূর্ণ শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারি। বিপিএলের এত দর্শক উপস্থিতি নজিরবিহীন।

স্টেডিয়ামের বাইরে এখনও অপেক্ষারত হাজারখানেক দর্শক। টিকিট হাতে নিয়েও ঢুকতে পারছেন না অনেকে। গ্যালারি যে ভরে গেছে ম্যাচের শুরুতেই!

ঢাকা-চিটাগং ম্যাচকে ঘিরে দর্শকদের বাড়তি আগ্রহ ও সাপ্তাহিক ছুটির কারণেই আজ স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতি বেশি। অভিযোগ উঠেছে এ সুযোগটাই নিচ্ছেন স্টেডিয়ামের নিরাপত্তাকর্মীরা। টিকিট নিয়েও খেলার মাঝে যারা স্টেডিয়ামে ঢুকতে পারছেন না তাদের অভিযোগ, একজন টিকিটধারীর সঙ্গে একাধিক লোক প্রবেশ করিয়েছেন নিরাপত্তাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, ০২ ডিসেম্বর ২০১৬
এসকে/এমআরপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।