ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দ. আফ্রিকা সফরে যাচ্ছেন ম্যাথিউস-চান্দিমাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
দ. আফ্রিকা সফরে যাচ্ছেন ম্যাথিউস-চান্দিমাল অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল/ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে সম্প্রতি শ্রীলঙ্কার জিম্বাবুয়ে সফর মিস করেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও সহ-অধিনায়ক দিনেশ চান্দিমাল। লঙ্কানদের জন্য স্বস্তির খবর, দু’জনই পূর্ণ ফিটনেস নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে প্রস্তুত।

ঢাকা: ইনজুরির কারণে সম্প্রতি শ্রীলঙ্কার জিম্বাবুয়ে সফর মিস করেন নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও সহ-অধিনায়ক দিনেশ চান্দিমাল। লঙ্কানদের জন্য স্বস্তির খবর, দু’জনই পূর্ণ ফিটনেস নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে প্রস্তুত।

এসএলসি’র (শ্রীলঙ্কা ক্রিকেট) ডায়ালগ ক্রিকেটার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমন ঘোষণা দেন দু’জন। জিম্বাবুয়েতে ম্যাথিউস-চান্দিমালের অনুপস্থিতিতে টেস্টে রঙ্গনা হেরাথ ও ওয়ানডেতে নেতৃত্ব দেন উপুল থারাঙ্গা। দুই ম্যাচে টেস্ট সিরিজ জয়ের পর ত্রিদেশীয় সিরিজের ট্রফিও জিতে নেয় লঙ্কানরা। যেখানে অংশ নেয় ওয়েস্ট ইন্ডিজ।

প্রোটিয়াদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে তিনটি টেস্ট, তিনটি টি-টোয়েন্টি ও পাঁচটি ওয়ানডে খেলবে শ্রীলঙ্কা। পোর্ট এলিজাবেথে আগামী ২৬ ডিসেম্বর প্রথম টেস্টে মুখোমুখি হবে দু’দল।

পায়ের একাধিক ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন ম্যাথিউস। অন্যদিকে, ঘরোয়া ক্রিকেট ম্যাচে বুড়ো আঙ্গুলে আঘাত পাওয়ায় চান্দিমালের ডান হাতে সার্জারি করানো হয়। মাঠে ফিরতে দু’জনের যেন আর তর সইছে না!

দ. আফ্রিকা সফরে ফিট থাকবেন ‍কিনা এমন প্রশ্নের জবাবে ম্যাথিউস বলেন, ‘হ্যাঁ, আমি পুরোপুরি ইনজুরি কাটিয়ে উঠেছি এবং দক্ষিণ আফ্রিকা সফরের জন্য প্রস্তুত। ’ একই প্রশ্নের জবাবে চান্দিমালের প্রতিক্রিয়া, ‘আমার সেরে ওঠার প্রক্রিয়া সত্যিই ভালো হচ্ছে এবং দ. আফ্রিকা ট্যুরের জন্য নিজেকে ফিট ভাবছি। ’

এ বছর সব ফরমেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ বর্ষসেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ড জেতেন ম্যাথিউস। একই সঙ্গে টেস্ট ও ওয়ানডের সেরা অলরাউন্ডারের ট্রফিও ‍ওঠে তার হাতে। বর্ষসেরা টেস্ট ব্যাটসম্যানের আসনে বসেন চান্দিমাল।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।