ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ ও ভারত ফেভারিট: পাপন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
বাংলাদেশ ও ভারত ফেভারিট: পাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: নেপালকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথমবার সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারা। সেমিফাইনালে উঠেছে ভারত, শ্রীলঙ্কাও।



সেমিফাইনালে উঠতে সোমবার (০৮ ফেব্রয়ারি) ফতুল্লায় লড়াইয়ে নামবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এ দলগুলোর মধ্যে বাংলাদেশ ও ভারতকেই ফেভারিট হিসেবে দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার (০৭ ফেব্রয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সঙ্গে মধ্যহ্নভোজে অংশ নেওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন নাজমুল হাসান।

এসময় তিনি বলেন, অনূর্ধ্ব-১৯ দলের দিকে আমরা অনেক বেশি মনযোগী এবং তা বিশ্বকাপ শুরুর বেশ আগে থেকেই। এবার তাদের পারফরম্যান্স, স্কিল, ফিটনেস, টেকনিক আগের যে কোনো বারের দলের চেয়ে ভালো। দলটি ধারাবাহিকভাবে ভালো করছে। তারা সেমিফাইনালেও পৌঁছে গেছে। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ ও ভারতই ফেভারিট দল। ’

‘ম্যাচ বাই ম্যাচ মাথায় রেখে আমাদের সামনে যেতে হবে। তাহলেই আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। পরের ম্যাচ সেমিফাইনাল, এখানে জয় পাওয়া আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। জিতলেই প্রথমবারের মতো ফাইনাল খেলবো আমরা। যেটা হবে অনেক বড় একটি ব্যাপার। ’-যোগ করেন নাজমুল হাসান।

বিসিবি সভাপতি আরও জানান, ‘আইসিসি সভাপতি জহির আব্বাস ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী মঞ্চে থাকবেন। নিয়মানুযায়ী তিনি চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও থাকবেন ফাইনাল ম্যাচে। বাংলাদেশের সেমিফাইনাল ম্যাচেই অবশ্য তিনি আসতে চেয়েছিলেন। তবে স্বাগতিক দলের যুবারা তাকে ফাইনাল ম্যাচের দিনই (১৪ ফেব্রয়ারি) মাঠে দেখতে চাইছে। ’

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।