ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রথম টি-২০তে দিলশানের পরিবর্তে দিকওয়ালা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
প্রথম টি-২০তে দিলশানের পরিবর্তে দিকওয়ালা

ঢাকা: ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তিলকরত্নে দিলশানের পরিবর্তে শ্রীলঙ্কান দলে সুযোগ পেয়েছেন নিরোশান দিকওয়ালা। ইনজুরির কারণে শনিবার দলের সঙ্গে ভারত সফর করেননি দিলশান।

তবে ১২ ফেব্রুয়ারি রাঞ্চিতে দলের দ্বিতীয় টি-২০ ম্যাচের খেলার আশা প্রকাশ করছেন দিলশান।

সম্প্রতি লঙ্কান ঘরোয়া টি-২০ টুর্নামেন্টের সেমিফাইনালে ক্যাচ ধরতে গিয়ে ইনজুরিতে পড়েন দিলশান। তাই আসরটির ফাইনালেও খেলতে পারেননি তিনি। আর ওপেনার এ ব্যাটসম্যানে পরিবর্তে দলে আসা উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিকওয়ালা এর আগে জাতীয় দলের হয়ে চারটি টেস্ট ও একটি ওয়ানডে খেলেছিলেন।

দিলশানের আগে এই সিরিজে লঙ্কান দল থেকে লাসিথ মালিঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস ইনজুরির কারণে সবকটি ম্যাচে বাদ পড়েছিলেন। আগামী ৯ ফেব্রুয়ারি পুনেতে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।