ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

১২ ওভারে স্বাগতিকদের অর্জন দুই উইকেট

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
১২ ওভারে স্বাগতিকদের অর্জন দুই উইকেট ছবি: উজ্জ্বল ধর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার থেকে: নামিবিয়ার দলীয় ১০ রানের মাথায় দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছে টাইগার যুবারা। ১২ ওভার শেষে তাদের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ৩৭ রান।



যুব বিশ্বকাপের চলমান আসরের ২১তম ম্যাচে মাঠে নামে স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ও নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দল। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগারদের দলপতি মেহেদি হাসান মিরাজ। দুই দলের একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। টাইগারদের হয়ে বোলিং শুরু করেন আবদুল হালিম।

ইনিংসের চতুর্থ ওভারে মোহাম্মদ সাইফুদ্দিন ফিরিয়ে দেন নামিবিয়ার ওপেনার ইয়াটনকে (৫)। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারানো নামিবিয়া দলীয় ১০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায়। দলপতি জেন গ্রিনকে (০) রান আউট করে ফিরিয়ে দেন জাকির হাসান।

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন-রানার্সআপ নির্ধারণী ম্যাচে নামে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল বাংলাদেশ ও নামিবিয়া। এ ম্যাচের জয়ী দলই কোয়ার্টারে-ফাইনালে প্রতিপক্ষ হিসেবে পাবে নেপালকে। হেরে যাওয়া দলকে কোয়ার্টার ফাইনালে খেলতে হবে শক্তিশালী ভারতের বিপক্ষে।

নামিবিয়ার বিপক্ষে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইকে বলা চলে বাংলাদেশের জন্য একরকম ফাইনাল ম্যাচ। কোয়ার্টারে নেপাল যতটা না টাইগার যুবাদের শক্ত প্রতিপক্ষ হিসেবে দাঁড়াবে, তার থেকে ভারতকে এগিয়ে রাখা যায়। কারণ, এবারের টুর্নামেন্টের ফেভারিট রাহুল দ্রাবিড়ের শিষ্যদের বিপক্ষে সাম্প্রতিক সময়ে জয়ের মুখ দেখেনি মেহেদি হাসান মিরাজের দল।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

** টাইগারদের দ্বিতীয় আঘাত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।