ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আজহার-আমিরদের জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আজহার-আমিরদের জরিমানা

ঢাকা: টি-টোয়েন্টির পর নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজও হারল পাকিস্তান। এবার জরিমানা গুনতে হচ্ছে আজহার-আমিরদের।

অকল্যান্ডে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে (৩১ জানুয়ারি) স্লো ওভার রেটের অভিযোগে পাকিস্তানের খেলোয়াড়দের ওপর জরিমানা আরোপ করা হয়েছে।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে আইসিসি। বৃষ্টির কারণে দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্তের পর এ ম্যাচেও বৃষ্টি হানা দেয়। সিরিজে সমতায় ফেরার মিশনে ২৯০ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় পাকিস্তান। পরে বৃষ্টির কারণে কিউই ইনিংসে সাত ওভার কমিয়ে আনা হয়। তবে ডি/এল পদ্ধতিতে ৪৩ ওভারে ২৬৩ রানের লক্ষ্যটা দুই বল হাতে রেখেই টপকে যান গাপটিল-উইলিয়ামসনরা।

নির্ধারিত সময়ের তুলনায় এক ওভার কম হওয়াতেই পাকিস্তানের বিপক্ষে স্লো ওভার রেটের অভিযোগ আনেন ম্যাচ অফিসিয়ালরা। আইসিসির কোড অব কন্ডাক্টের আর্টিক্যাল ২.৫.১ অনুযায়ী, অধিনায়ক আজহারকে ২০ শতাংশ ও বাকিদের ওপর ১০ শতাংশ ‍হারে জরিমানা আরোপ করেন ম্যাচ রেফারি ডেভিড বুন।

উল্লেখ্য, আজহার ওয়ানডে অধিনায়ক থাকা অবস্থায় পরবর্তী ১২ মাসের মধ্যে আবারো স্লো ওভার রেটের অভিযোগ উঠলে তিনি এক ম্যাচে নিষেধাজ্ঞার আওতায় পড়বেন।

** ২-০তে সিরিজ জিতলো কিউইরা

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।