ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রথম ম্যাচে স্কটিশদের সংগ্রহ ১৫৯

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
প্রথম ম্যাচে স্কটিশদের সংগ্রহ ১৫৯ ছবি: সংগৃহীত

ঢাকা: যুব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে ১৫৯ রান করেছে বাংলাদেশের গ্রুপে থাকা স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। বলতে গেলে অনেকটা সহজ লক্ষ্য তাড়া করতে নামবে নামিবিয়ার যুবারা!

শুক্রবার (২৯ জানুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ ‘এ’র ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামে স্কটিশরা।



কিন্তু, দলীয় এক রানের মাথায় জ্যাক ওয়ালারের (০) উইকেট হারায় স্কটল্যান্ড অ-১৯ দল। আরেক ওপেনার ররি জন্সটন মাত্র ৫ রান করে সাজঘরে ফেরেন। তবে ওয়ান ডাউনে নামা ওয়াইজ শাহর ব্যাট থেকে আসে ৩৯ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন লোয়ার অর্ডার ব্যাটসম্যান হারিস আসলাম। শেষ পর্যন্ত ৩৬.৩ ওভারে ১৫৯ রানে তাদের ইনিংস থেমে যায়।

নামিবিয়া অ-১৯ দলের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেন মাইকেল ভ্যান লিনগেন। দু’টি করে উইকেট লাভ করেন ওয়ারেন ফন উইক, এসজে লফটি এটন ও চার্ল ব্রিটস। বাক উইকেটটি নেন ফিটজ কোয়েতজে।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।