ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

অবৈধ বোলিং অ্যাকশন সন্দেহে বাংলাদেশি সঞ্জিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
অবৈধ বোলিং অ্যাকশন সন্দেহে বাংলাদেশি সঞ্জিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা যুবাদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে মিরাজদের শুরুটা হয়েছে দুর্দান্ত। তবে বাংলাদেশ অ-১৯ দলের অন্যতম সেরা অফস্পিনার সঞ্জিত সাহার বোলিং অ্যাকশন সন্দেহের বিষয়টি উদ্বেগের কারণ হয়ে দাঁড়াল।



বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবারের (২৭ জানুয়ারি) উদ্বোধনী ম্যাচটিতে ৪৩ রানের জয় তুলে নেয় টাইগার যুবারা। কিন্তু, ম্যাচ অফিসিয়ালদের রিপোর্টে ১৮ বছর বয়সী সঞ্জিতের বোলিং অ্যাকশনের ক্রুটির বিষয়টি তুলে ধরা হয়। যার একটি কপি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের কাছে দেওয়া হয়েছে। এ ম্যাচে আট ওভার বোলিং করে ৩০ রানের বিনিময়ে উইকেটশূন্য থাকেন সঞ্জিত।

এখন আইসিসির তত্ত্বাবধানে সঞ্জিতের বোলিং অ্যাকশন যাচাই-বাছাই করা হবে। আইসিসির নিয়ম অনুযায়ী তাদের বিশেষজ্ঞ প্যানেল ভিডিও ফুটেজ দেখে সিদ্ধান্ত নেবেন সঞ্জিতের বোলিং অ্যাকশন বৈধ নাকি অবৈধ।

অবশ্য, আইসিসির কাছে বিশেষজ্ঞ প্যানেলের চূড়ান্ত ফলাফল জমা দেওয়ার আগ পর্যন্ত টুর্নামেন্টে সঞ্জিতের বোলিংয়ে কোনো বাধা থাকছে না।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৩১ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ অ-১৯ দল।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।