ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এবার ওডিআই সিরিজে ছিটকে গেলেন স্টেইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এবার ওডিআই সিরিজে ছিটকে গেলেন স্টেইন ছবি : সংগৃহীত

ঢাকা: কাঁধের ইনজুরিটা বেশ ভালোই ভোগাচ্ছে ডেল স্টেইনকে। ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া চার ম্যাচ টেস্ট সিরিজের শেষ তিন ম্যাচে ছিলেন দলের বাইরে।

এবার পুরো ওডিআই সিরিজ থেকেই ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার ‘গতিদানব’।

টি-২০ সিরিজেও স্টেইনের খেলা নিয়ে সংশয় রয়েছে। তবে মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে (৪, ৬, ৯ মার্চ) দলের সেরা পেসারের পূর্ণ ফিটনেসের ব্যাপারে আশাবাদী ক্রিকেট সাউথ আফিকা (সিএসএ)।

ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে কাঁধের ইনজুরিতে ভোগেন স্টেইন। এর পর থেকেই খেলার বাইরে টেস্টের সাবেক এক নম্বর বোলার।

এদিকে, মঙ্গলবার (২৬ জানুয়ারি) সেঞ্চুরিয়ানে প্রোটিয়াদের সান্ত্বনার জয়ের দিনে (চতুর্থ টেস্ট) দুঃসংবাদ বয়ে আনে পেসার কাইল অ্যাবোটের হ্যামস্ট্রিং ইনজুরি। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে তার খেলা হচ্ছে না। ‍শুধু তাই নয়, মরনে মরকেল ও কাগিসো রাবাদা কয়েকটি ম্যাচে বিশ্রামে থাকতে পারেন বলে জানা যায়।

এক্ষেত্রে, দলে নতুন করে পেস বোলার যুক্ত করার ইঙ্গিত দেন প্রোটিয়াদের কোচ রাসেল ডমিঙ্গো। বর্তমান ওয়ানডে স্কোয়াডে ব্যাকআপ পেসারদের মধ্যে রয়েছেন ক্রিস মরিস। ‘এ’ দলের হয়ে ইংলিশদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা ওয়েইন পারনেল ও হার্ডাস ভিলজোয়েন ওডিআই টিমে যোগ দিতে পারেন।

ঘরের মাঠে টেস্ট সিরিজ হারের পর আমলা-ডি ভিলিয়ার্সদের সামনে ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। আগামী বুধবার (৩ ফেব্রুয়ারি) প্রথম ওয়ানডেতে ইংলিশদের মুখোমুখি হবে স্বাগতিকরা। বাকি চারটি ম্যাচ হবে যথাক্রমে ৬, ৯, ১২, ১৪ ফেব্রুয়ারি। ওডিআই শেষে রয়েছে দুই ম্যাচের (১৯ ও ২১ ফেব্রুয়ারি) টি-টোয়েন্টি সিরিজ।

আর মার্চে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে অজিদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা। যথাক্রমে ডারবান, জোহানেসবার্গ ও কেপটাউনে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
আরএম

** সেঞ্চুরিয়ানে প্রোটিয়াদের সান্ত্বনার জয়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।