ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বরিশালে রবি ফাস্ট বোলার হান্ট শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্টেন্ড | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
বরিশালে রবি ফাস্ট বোলার হান্ট শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: প্রতিভাবান ফাস্ট বোলারদের খোঁজে বরিশালে শুরু হয়েছে রবি ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইন কার্যক্রম।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।



বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও রবি আজিয়াটা লিমিটেডের যৌথ উদ্যোগে শহীদ আবদুর রব সেরনিয়াবাদ স্টেডিয়ামে এ কার্যক্রম চলছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু, বাংলাদেশ ক্রিকেটে বোর্ডের অপারেশন ম্যানেজার এ ই এম কায়সার, বিভাগীয় কোচ তরিকুল ইসলাম, রবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশন স্পেশালিস্ট ফাবিয়া রাকসান্দা ও ইভেন্টের সিইও হাবিব মনসুর আরিফ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর থেকে দুপুর ১টা পর্যন্ত ৫৮০ জন প্রতিযোগী হান্টে অংশ নিতে নিবন্ধন করেছে বলে জানিয়েছেন প্রোগ্রামের মিডিয়া কমিউনিকেশন অফিসার শাখাওয়াত উল্ল্যাহ।

তিনি জানান, এখানে যারা ১২৫ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারবেন তাদের স্বাস্থ্য পরীক্ষা শেষে পরবর্তী রাউন্ডে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।