ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

খুলনায় টাইগারদের কঠোর অনুশীলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
খুলনায় টাইগারদের কঠোর অনুশীলন ছবি: মানজারুল ইসলাম / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষ হতে না হতেই আবারো অনুশীলন শুরু করেছে মাশরাফি বাহিনী। এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কঠোর অনুশীলনে নেমেছে সাকিব-তামিম-মুশফিকরা।



রোববার (২৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট দলের এ অনুশীলন শুরু হয়।

জিম্বাবুয়ের কাছে দু’টি ম্যাচ হেরে মনোবলের যে চিড় ধরেছে, তা ফেরাতেই একদিন বিশ্রাম শেষে এ অনুশীলন শুরু করে হাথুরাসিংয়ের শিষ্যরা।

এশিয়া কাপের জন্য প্রাথমিক ক্যাম্পে থাকা ২৫ ক্রিকেটার হলেন- তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, কাজী নুরুল হাসান সোহান, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, শুভাগত হোম চৌধুরী, আরিফুল হক, আরাফাত সানি, মাশরাফি বিন মুতর্জা, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ শহীদ, আবুল হাসান রাজু, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি ও মুক্তার আলী।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৬
এমআরএম/টিআই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।