ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

খুলনা ছাড়লো জিম্বাবুয়ে ক্রিকেট দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
খুলনা ছাড়লো জিম্বাবুয়ে ক্রিকেট দল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে পরাজয়ের পর শেষ দুই ম্যাচ জিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজ ড্র করে ফুরফুরে মেজাজে খুলনা ছেড়েছেন জিম্বাবুয়ে ক্রিকেট দল।

শনিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টা ১৫ মিনিটে হোটেল সিটি ইন থেকে যশোর বিমান বন্দরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

ঢাকায় পৌঁছে রাতেই জিম্বাবুয়ে ফেরার কথা রয়েছে তাদের।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় নগরীর হোটেল সিটি ইন-এ  পৌঁছান জিম্বাবুয়ে দল।

এদিকে জিম্বাবুয়ে দল চলে গেলেও বাংলাদেশ ক্রিকেট দল থেকে যাচ্ছে খুলনায়। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত খুলনায় অবস্থান করবেন তারা। এশিয়া কাপের জন্য দলের প্রাথমিক প্রস্তুতি শেখ আবু নাসের স্টেডিয়ামেই নেবে হাথুরেসিংহের সদস্যরা।

বাংলাদেশ সময়: ০৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
এমআরএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।