ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রোটিয়া-ক্যারিবীয়দের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
প্রোটিয়া-ক্যারিবীয়দের বিশাল জয়

ঢাকা: বাংলাদেশে বসছে যুব বিশ্বকাপের একাদশতম আসর। আগামী ২৭ জানুয়ারি পর্দা উঠছে মূল আসরের।

তবে প্রস্তুতি ম্যাচ শুরু হয়ে গেছে শুক্রবার (২২ জানুয়ারি) থেকেই। ১৬ দলের এ বিশ্ব আসরের ম্যাচগুলো গড়াবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার এই চার শহরের আট ভেন্যুতে।

শুক্রবার প্রস্তুতি ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলি আউটার স্টেডিয়ামে নামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা ও ফিজি অনূর্ধ্ব-১৯ দল। এছাড়া ফতুল্লার মূল মাঠে মুখোমুখি হয় ওয়েস্ট ইন্ডিজ আর স্কটল্যান্ডের যুবারা।

ফিজিকে মাত্র ৪৯ রানে অলআউট করে ২৮৩ রানের বিশাল জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন প্রোটিয়ারা। আর স্কটিশদের ১৪৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয় যুবারা।

আগে ব্যাটিং করে দ. আফ্রিকা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তোলে ৩৩২ রান। দলের হয়ে প্রোটিয়া অধিনায়ক টনি ডি জর্জি ১০৫ রান করে অপরাজিত থাকেন। তার ৯১ বলের ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি। এছাড়া ৫৯ রান করেন ওপেনার কাইল ভেরাইনি। আর ৫৬ রানের ইনিংস খেলেন রিভালদো মোনসামি।

৩৩৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ফিজির কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ৩০.৪ ওভার ব্যাট করেও ৪৯ রানে গুটিয়ে যায় দলটি। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৫টি উইকেট তুলে নেন ৭ ওভারে ৪ মেডেনে মাত্র ৫ রান খরচ করা শেন উইটহেড। এছাড়া তিনটি উইকেট নেন ৯ ওভারে ১১ রান খরচ করা লুক ফিল্যান্ডার।

এদিকে, আগে ব্যাটিংয়ে করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ ৩৪২ রান সংগ্রহ করে। জবাবে স্কটল্যান্ড ৭ উইকেট হারিয়ে ১৯৪ রান তুলতে সক্ষম হয়।

ক্যারিবীয় যুবাদের হয়ে শতক হাঁকান ওপেনার তেভিন ইমলাচ ও দলপতি সিমরন। ইমলাচ ১১৫ বলে ১২টি বাউন্ডারি হাঁকিয়ে ১০০ রান করে রিটায়ার্ড আউট হন। আর ১১৬ বলে ১৬টি চারের সঙ্গে দুটি ছক্কা হাঁকিয়ে সিমরন করেন ১৩৬ রান।

স্কটিশদের হয়ে অর্ধশতক হাঁকান ওয়াইশ শাহ (৫৫) ও উইলকিনসন (৬৩)। ক্যারিবীয়দের হয়ে নয়জন বোলার বল করেন। ১৯৪ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ২২ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।