ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

কিউইদের অলরাউন্ড নৈপুণ্যে পাকিস্তানের সিরিজ হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৬
কিউইদের অলরাউন্ড নৈপুণ্যে  পাকিস্তানের সিরিজ হার ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের অলরাউন্ড নৈপুণ্যের সামনে অসহায় আত্মসমর্পণ করলো পাকিস্তান। শুক্রবার (২২ জানুয়ারি) ওয়েলিংটনে ৯৫ রানের বিশাল জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি ২-১ ব্যবধানে জিতে নিল কিউইরা।

ব্যাট হাতে কোরি অ্যান্ডারসনের ৪২ বলে ৮২ রানের ঝড়ো ইনিংসে পর বোলিংয়ে পাক ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন অ্যান্ডারসন-মিলনি-এলিয়টরা।

ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন শহীদ আফ্রিদি। তাই নিউজিল্যান্ডের মাটিতে এটি ছিল ‘বুমবুম’ আফ্রিদির শেষ আন্তর্জাতিক ম্যাচ। তবে অধিনায়কের বিদায়ী ম্যাচ হেরে সিরিজও হাতছাড়া করলো সফরকারীরা।

কিউইদের ছুঁড়ে দেওয়া ১৯৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে ৩.৫ বল বাকি থাকতে মাত্র ১০১ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। সর্বোচ্চ ৪১ রান আসে সরফরাজ আহমেদের ব্যাট থেকে। শোয়েব মালিক করেন ১৪ রান। এছাড়া আর কেউই দুই অঙ্কের রান ছুঁতে পারেননি। আর নিউজিল্যান্ডের মাটিতে নিজের শেষ ম্যাচে মাত্র ৮ রান করেই মাঠ ছাড়েন আফ্রিদি।

স্বাগতিকদের হয়ে তিনটি করে উইকেট লাভ করেন অ্যাডাম মিলনি ও গ্রান্ট এলিয়ট। কোরি অ্যান্ডারসন দু’টি ও ট্রেন্ট বোল্ট নেন একটি উইকেট।

এর আগে টস জিতে পাকিস্তানের দলপতি আফ্রিদি নিউজিল্যান্ডকে আগে ব্যাটিং করার অনুরোধ জানান। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে কিউইরা ৫ উইকেট হারিয়ে তোলে ১৯৬ রান। স্বাগতিকদের বিশাল সংগ্রহে ব্যাট হাতে ৮২ রানের অপরাজিত ইনিংস খেলেন কোরি অ্যান্ডারসন।

ওপেনার মার্টিন গাপটিল আর দলপতি কেন উইলিয়ামসন উদ্বোধনী জুটিতে ৫৭ রান তোলেন। গাপটিল ৪২ রান করে বিদায় নেন। আর উইলিয়ামসন করেন ৩৩ রান। মাত্র ১৯ বল খেলে ৬টি চার আর দুটি ছক্কায় ৪২ রানের ক্যামিও ইনিংস খেলেন গাপটিল। উইলিয়ামসনের ৩৪ বলে সাজানো ইনিংস ছিল তিনটি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারিতে।

তিন নম্বরে নামা কলিন মুনরো ৪ রান করে রানআউট হয়ে ফেরেন। রস টেইলর ৬ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। গ্রান্ট ইলিয়ট ১৪ বলে একটি করে চার ও ছক্কায় করেন ১৯ রান।

তবে, ব্যাট হাতে ঝড় তোলেন কোরি অ্যান্ডারসন। চার নম্বরে ব্যাটিংয়ে নেমে তিনি ৮২ রানের অপরাজিত বিস্ফোরক ইনিংস উপহার দেন। তার ৪২ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কার মার।

পাকিস্তানের হয়ে ৪ ওভার বল করে ২৭ রানের বিনিময়ে একটি উইকেট পান আফ্রিদি। ওয়াহাব রিয়াজ ৪ ওভারে ৪৩ রান খরচ করে দুটি উইকেট তুলে নেন। শোয়েব মালিক উইকেটশূন্য ছিলেন। মোহাম্মদ আমির ৪ ওভার বল করে ৩৬ রান খরচ করেও কোনো উইকেট পাননি।

ম্যাচ সেরার পুরস্কার জেতেন কোরি অ্যান্ডারসন

প্রসঙ্গত, প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান ১৬ রানের জয় পেলেও দ্বিতীয় ম্যাচটি ১০ উইকেটের বিশাল ব্যবধানে জিতে নেয় ব্ল্যাক ক্যাপসরা।

ওয়েলিংটনে আগামী সোমবার (২৫ জানুয়ারি) তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে দু’দল। বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে যথাক্রমে ২৮ ও ৩১ জানুয়ারি।

** অ্যান্ডারসনের ব্যাটিংয়ে পিষ্ট পাকিস্তান
** নিউজিল্যান্ডে আফ্রিদির বিদায়!

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ২২ জানুয়ারি ২০১৬
আরএম/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।