ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের এশিয়া কাপ ও বিশ্বকাপের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
টাইগারদের এশিয়া কাপ ও বিশ্বকাপের দল ঘোষণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

ঢাকা: আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিসিবি ২৫ সদস্যের দল ঘোষণা করে।



বাংলাদেশের মাটিতে এশিয়া কাপ আর ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘোষিত দলে জায়গা হয়নি পেসার রুবেল হোসেনের। এছাড়া দলে নেই এনামুল হক বিজয়, জুবায়ের হোসেন লিখন আর তাইজুল ইসলাম।

দলে নতুন মুখ হিসেবে আছেন আরিফুল হক, শুভাগত হোম, আবু হায়দার রনি, নুরুল হাসান সোহান, কামরুল ইসলাম রাব্বি, মুক্তার আলি, মোহাম্মদ শহীদ।

জিম্বাবুয়ের বিপক্ষে স্কোয়াডে থাকা প্রায় সব ক্রিকেটার রয়েছেন ঘোষিত স্কোয়াডে। এছাড়া বাইরে থাকা নাসির হোসেন, লিটন দাস, শফিউল ইসলাম, আবুল হাসানরাও রয়েছেন ২৫ সদস্যের দলে।

দুই দফায় প্রাথমিক দলের প্রস্তুতি হবে। ২৩ জানুয়ারি খুলনায় এবং ০৭ ফেব্রুয়ারি চট্টগ্রামে ক্রিকেটারদের রিপোর্ট করতে হবে।

প্রাথমিক দল:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মুশফিকুর রহিম, মোঃ মিঠুন, কাজী নুরুল হাসান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, শুভাগত হোম চৌধুরী, আরাফাত সানি, আরিফুল হক, মাশরাফি বিন মুর্তজা, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, মোঃ শহীদ, আবুল হাসান রাজু, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, মুক্তার আলি।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, ২১ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।