ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিগ ব্যাশে অভিষেকের অপেক্ষায় সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
বিগ ব্যাশে অভিষেকের অপেক্ষায় সাঙ্গাকারা ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলে বেড়াচ্ছেন কুমার সাঙ্গাকারা। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলেন শ্রীলঙ্কান ব্যাটিং জিনিয়াস।

এবার ৩৮ বছর বয়সী এ অভিজ্ঞ ব্যাটসম্যানের অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্টে অভিষেক হতে যাচ্ছে।

প্রথমবারের মতো বিগ ব্যাশে নাম লিখিয়েছেন সাঙ্গাকারা। খেলবেন হোবার্ট হারিকেনসের হয়ে। গত চারটি আসরে হোবার্টের বড় সাফল্য ২০১৩-১৪ মৌসুমে রানারআপ হওয়া। এবারের আসরে সাঙ্গা ছাড়াও অস্ট্রেলিয়ানদের বাইরে দলে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ড্যারেন স্যামি। আর অধিনায়কের ভূমিকায় থাকতে পারেন অজি তারকা জর্জ বেইলি।

ইতোমধ্যেই হোবার্ট হারিকেনসের সঙ্গে যোগ দিতে অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় পৌঁছেছেন সাঙ্গাকারা। সেখানে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা সত্যিই আশ্চর্যজনক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর আরো বেশি ক্রিকেট খেলার সুযোগ থাকছে। সম্ভবত, জাতীয় দলের হয়ে খেলার সময় ক্রিকেট নিয়ে কারো এতোটা ব্যস্ততায় থাকতে হয়নি। ’

আগামী রোববার (২০ ডিসেম্বর) নিজেদের প্রথম ম্যাচে সিডনি সিক্সার্সের মুখোমুখি হবে হোবার্ট। সিডনিতে বাংলাদেশ সময় সকাল ১১টা ২০ মিনিটে ম্যাচটি শুরু হবে। একই দিন দুপুর ২টা ২৫ মিনিটে মেলবোর্ন স্টারসের বিপক্ষে মাঠে নামবে সিডনি থান্ডার।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।