ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় ম্যাচে ফিরছেন ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
দ্বিতীয় ম্যাচে ফিরছেন ডি ভিলিয়ার্স এবি ডি ভিলিয়ার্স

ঢাকা: দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা দলে ফিরছেন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। আগামীকাল নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে প্রোটিয়ারা।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারেননি ভিলিয়ার্স।

তবে দলের এক মুখপাত্র জানান, বিশ্বকাপের মূল টূর্ণামেন্টের আগে দলের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে থাকছেন ডি ভিলিয়ার্স। এদিকে দলের অন্য তারকা ফাফ ডু প্লেসিস জানান, আমরা গত এক বছরে প্রচুর ক্রিকেট খেলেছি। আর এখন বিশ্বকাপের জন্য দলটি পুরোপুরি প্রস্তুত।

এদিকে এবারের আসরকে ঘিরে প্রচুর সম্ভাবনা জাগাচ্ছে দ.আফ্রিকা। যদিও বড় আসরগুলোতে চাপের কারণে ভেঙে পড়ার রেকর্ড আছে দলটির। তবুও সম্প্রতি দারুণ ফর্মে আছে আমলা-স্টেইনরা।

আগামী ১৫ ফেব্রুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে দ.আফ্রিকা।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।