ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

রোহিতের ব্যাটে রানের পাহাড় গড়লো ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
রোহিতের ব্যাটে রানের পাহাড় গড়লো ভারত রোহিত শর্মা

ঢাকা: অ্যাডিলেডে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে রানের পাহাড় গড়লো ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রোহিত শর্মার দেড়শ রানের সুবাদে নির্ধারিত ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ৩৬৪ রান তোলে ধোনি বাহিনী।



এদিন অবশ্য খেলার প্রথমে আফগান বোলারদের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে ভারত। দলীয় ১৬ রান তুলতেই শিখর ধাওয়ান ও বিরাট কোহলিকে হারায় দলটি। তবে তৃতীয় উইকেট জুটিতে সুরেশ রায়নাকে সঙ্গে নিয়ে ১৫৮ রানের পার্টনারশিপ গড়ে চাপ সামাল দেন রোহিত।

কিন্তু রায়না ৭৫ রান করে রান আউটের শিকার হলেও এক প্রান্ত আগলে রেখে আজিঙ্কে রাহানের সঙ্গে আরো ৯৫ রান যোগ করেন রোহিত। পরে ১২২ বলে ১২ চার ও সাত ছয়ে ১৫০ রান করে মোহাম্মদ নবীর বলে আউট হন এ ডানহাতি।

রাহানে ৬১ বলে ৮৮ রান করে ক্রিজে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে আরেক অপরাজিত ব্যাটসম্যান রবিন্দ্র জাদেজা ১১ রান নিয়ে মাঠ ছাড়েন।

আফগানদের হয়ে হামিদ হাসান, দৌলত জাদরান, সাপুর জাদরান ও নবী একটি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।