ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান দলে প্রশাদের পরিবর্তে চামিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
লঙ্কান দলে প্রশাদের পরিবর্তে চামিরা ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কান বিশ্বকাপ স্কোয়াডে ধামিকা প্রশাদের পরিবর্তে দাশমানন্থা চামিরাকে নেয়া হয়েছে। তবে পরিবর্তনটি আইসিসি‘র ট্যাকনিক্যল কমিটির দ্বারা অনুমোদন করাতে হবে।



এর আগে সম্প্রতি নিউজিল্যান্ড সফরে নিজের অভিষেক ওয়ানডে ম্যাচ খেলেছেন চামিরা। তবে বিশ্বকাপ দলে জায়গা না পেলেও প্রশাদের ইনজুরির কারণে সুযোগ পেয়েছেন। প্রশাদ অনুশীলনের সময় হাতে ব্যথা পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েন।

চামিরার দখলে আছে ২৫টি প্রথম শ্রেনীর উইকেট। যেখানে ৫.৫৭ ইকোনোমিতে ৩৩.১২ গড়ে উইকেট গুলো পেয়েছেন তিনি।

শ্রীলঙ্কা আগামী বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলবে। প্রথমটি তারা দক্ষিন আফ্রিকার কাছে বৃষ্টি আইনে হেরেছিল। আর দলটি ১৪ ফেব্রুয়ারি ক্রাইসচার্চে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।