ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্লার্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
প্রস্তুতি ম্যাচ খেলবেন ক্লার্ক মাইকেল ক্লার্ক

ঢাকা: সব শঙ্কা উড়িয়ে দিয়ে আগামী পরশু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন মাইকেল ক্লার্ক। এমনটিই নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান।



নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে খেললেও বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ক্লার্কের মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে। তবে, ফেব্রুয়ারির ২১ তারিখে বাংলাদেশের বিপক্ষে তার খেলার সম্ভাবনা বেশি।

সম্প্রতি হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে সিডনি গ্রেড ক্রিকেটে খেলেছেন ক্লার্ক। গত সপ্তাহেই বাংলাদেশের বিপক্ষে আনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিলেন ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান। ঐ ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের হয়ে ব্যাট হাতে ৩৪ রান করেছিলেন। ফিল্ডিংয়ে ৩২ ওভার পর্যন্ত মাঠে থেকে দুই ওভার বোলিং করেছিলেন এই বাঁহাতি স্পিনার।

ল্যামেন বলেন, ‘ব্যাটিং ও বোলিং করতে ক্লার্কের তেমন কোনো অসুবিধা হচ্ছে না। এখন শুধুমাত্র ফিল্ডিংয়ে উন্নতি করতে পারলেই সে শতভাগ ফিটনেস ফিরে পাবে। আগামীকালের অনুশীলনে স্বাচ্ছন্দ বোধ করলে পরের দিনের প্রস্তুতি ম্যাচে তাকে মাঠে দেখা যাবে। ’

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘন্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।