ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানাতে ‘কুল’-এর উদ্যোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানাতে ‘কুল’-এর উদ্যোগ

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলকে শুভ কামনা জানাতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষস্থানীয় টয়লেট্রিজ কোম্পানি স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের এক নম্বর মেঞ্জ গ্রুমিং ব্র্যান্ড ‘কুল’।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে যেহেতু দেশের ক্রিকেটপ্রেমীদের সবার পক্ষে অস্ট্রেলিয়ায় গিয়ে দলকে সমর্থন ও শুভ কামনা জানানো সম্ভব নয়, তাই তাদের জন্য কুল-এর ফেসবুক পেইজ, এসএমএস এবং শহরের বিভিন্ন স্থানে বসানো বোর্ডে শুভেচ্ছাবার্তা লেখার ব্যবস্থা করেছে ‘কুল’।



পরে এই সব লিখিত শুভেচ্ছা বার্তাগুলো পৌঁছে দেওয়া হবে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশ ক্রিকেট দলের কাছে।

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ‘কুল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

কুল-এর এই বিশেষ শুভেচ্ছাবার্তা সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে ৩ ফেব্রুয়ারি থেকে এবং চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

এই উদ্যোগে অংশ নিতে পারেন আপনিও। এর জন্য কুল-এর ফেসবুক পেইজ- www.facebook.com/Kool.GetNoticed -এ গিয়ে লিখুন আপনার শুভেচ্ছাবার্তা অথবা মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন Kool >স্পেস< আপনার শুভেচ্ছাবার্তা >স্পেস< আপনার নাম। এরপর তা পাঠিয়ে দিন ১৬২৩৯ নম্বরে।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।