ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

১৯৬ রান করেই ইনিংস ঘোষণা যুবাদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
১৯৬ রান করেই ইনিংস ঘোষণা যুবাদের ছবি : সংগৃহীত

ঢাকা: বৃষ্টি বাধায় নিষ্প্রান ড্রয়ের দিকে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচটি। বৃষ্টির হানায় প্রথম দুই দিন মিলে খেলা মাঠে গড়ায় মাত্র ৮০ ওভার।



বুধবার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের ৫ উইকেটে ১৭৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে এ দিন আর ১৮ রান যোগ হতেই আরো ৪ উইকেট হারায়েছে মেহেদি হাসানের দল। ৯ উইকেটে ১৯৬ রান করে সফরকারী দল তাদের ইনিংস ঘোষণা করেছে। ৮৫.৪ ওভার ব্যাটিং করে এ রান তুলেছে বাংলাদেশের তরুণ দলটি।
 
টাইগার যুবাদের ওপেনার সাদমান ইসলাম সবোচ্চ ৬৬ রান করেন। রামানায়েকে চারটি ও লাহিরু কুমারা দুটি উইকেট নিয়েছেন।
 
দুই দলের প্রথম তিনেদিনের ম্যাচটি ড্র হয়েছিল। এর আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।