ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইনিংস ও ২৪ রানে জিতলো ঢাকা বিভাগ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
ইনিংস ও ২৪ রানে জিতলো ঢাকা বিভাগ ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ১৬তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডেও ইনিংস ব্যবধানে জয় পেয়েছে ঢাকা বিভাগ। ঢাকা মেট্টোকে তারা হারিয়েছে ইনিংস ও ২৪ রানের ব্যবধানে।

প্রথম রাউন্ডে বরিশালকে ইনিংস ও ৪১৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল ঢাকা বিভাগ।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বুধবার সকালে আগের দিন বাঁচিয়ে রাখা শেষ দুই উইকেট হাতে নিয়ে ব্যাটিংয়ে নামে মেট্টো। জুবায়ের হোসেন শেষ দুটি উইকেট তুলে নিলে ৪১১ রানে শেষ হয় ঢাকা মেট্টোর দ্বিতীয় ইনিংস।

রনি তালুকদার-আব্দুল মজিদদের নান্দনিক ব্যাটিং প্রদর্শনীতে ৯ উইকেটে ৫২৫ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা বিভাগ। জবাবে ঢাকা মেট্টো মাত্র ৯০ রানে গুটিয়ে গেলে ফলো-অনে পড়ে মঙ্গলবার দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে। গতকাল ম্যাচের তৃতীয় দিন শেষে তারা তুলেছিল ৮ উইকেটে ৩৭৩ রান। ইনিংস ব্যবধানে হার এড়াতে আজ তাদের প্রয়োজন ছিল আরো ৬২ রান। তবে বুধবার শেষ ২ উইকেটে যোগ করতে পেরেছে ৩৮ রান। ফলে ইনিংস ও ২৪ রানের ব্যবধানে হার মানে ঢাকা মেট্রো। এই জয়ের ফলে পূর্ন পয়েন্টের পাশাপাশি বোনাস পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো  ঢাকা বিভাগ।  

ঢাকা মেট্টোর ওপেনার শামসুর রহমান সবোচ্চ ৯২ রান করেছেন।

ঢাকা বিভাগের জুবায়ের হোসেন চারটি ও শুভাগত হোম নিয়েছেন তিনটি উইকেট।

২৫৩ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ঢাকা বিভাগের ওপেনার আব্দুল মজিদ।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ড। বিকেএসপির তিন নাম্বার মাঠে ঢাকা বিভাগের পরবর্তী প্রতিপক্ষ  চট্টগ্রাম বিভাগ।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘন্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।