ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আবারো শ্রেষ্ঠত্বে ফিরলেন সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
আবারো শ্রেষ্ঠত্বে ফিরলেন সাকিব ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে একই সাথে ক্রিকেটের তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট পড়েছিলেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান। তবে ওয়ানডেতে তার শ্রেষ্ঠত্ব কেড়ে নিয়েছিলেন শ্রীলংকান ক্রিকেটার এঞ্জোলো ম্যাথুস।



এবার ম্যাথুসকে টপকে আবারো বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডারের আসনে অধিষ্ঠিত হলেন সাকিব।

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজ এবং অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ডকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজ শেষে প্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ে ম্যাথুসকে আবারও পেছনে ফেলেন সাকিব।

ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে সাকিবের রেটিং পয়েন্ট ৪০৩।   ৩৯৩ পয়েন্ট নিয়ে ম্যাথুস আছেন দ্বিতীয় অবস্থানে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।