ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভারত-পাকিস্তান ম্যাচের ধারাভাষ্যকার অমিতাভ!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
ভারত-পাকিস্তান ম্যাচের ধারাভাষ্যকার অমিতাভ! অমিতাভ বচ্চন

ঢাকা: আসন্ন বিশ্বকাপে ক্রিকেট প্রেমীদের নজর থাকবে ১৫ই ফেব্রুয়ারির হাইভোল্টেজ ম্যাচের দিকে। ঐ দিন মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

ভারতবাসীর জন্য সুখবর হচ্ছে তাদের প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন প্রথমবারের মতো ক্রিকেট ধারাভাষ্য দিতে যাচ্ছেন।

ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অমিতাভের নামটা চির অম্লান হয়েই থাকবে। তবে, এই গুণী অভিনেত‍া এর আগে কখনোই ধারাভাষ্য দেননি। ভারত-পাকিস্তান ম্যাচের মধ্য দিয়েই ক্রিকেট ধারাভাষ্যে তার অভিষেক ঘটতে যাচ্ছে। স্টার স্পোর্টস নেটওয়ার্ক অমিতাভের ধারাভাষ্য দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

অমিতাভ ছাড়াও ঐ ম্যাচের ধারাভাষ্যকার হিসেবে থাকছেন কপিল দেব, হারশা ভোগলে ও পাকিস্তানের সাবেক তারকা বোলার শোয়েব আখতার।

অমিতাভ বলেন, ‘ক্রিকেট ও সিনেমার জন্য ভারত ও পাকিস্তানের জনগন বেশি আবেগময়। ফেব্রুয়ারির ছয় তারিখে আমার নতুন একটি ছবি মুক্তি পেতে যাচ্ছে। এরপর ক্রিকেট ধারাভাষ্যকার হিসেবে নিজের অভিষেক ঘটবে। সবকিছু মিলিয়ে আমি বেশ উচ্ছ্বসিত। ’

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।