ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

ক্রিকেট

ঢাকা জিতলো তিন দিনেই

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
ঢাকা জিতলো তিন দিনেই ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ওয়ালটন ১৬তম জাতীয় লিগের প্রথম রাউন্ডে তিনদিনের মধ্যেই সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ।   বরিশাল বিভাগকে তারা হারিয়েছে ইনিংস এবং ৪১৩ রানে।

      

মঙ্গলবার মিরপুরে  আগের দিনের ৫ উইকেটে ৫৯১ রান নিয়ে দিন শুরু করা ঢাকা বিভাগ শেষ পর্যন্ত ৬৫১ রানে ইনিংস ঘোষণা করে।   এদিন সেঞ্চুরি পেয়েছেন ঢাকা বিভাগের ব্যাটসম্যান তাইবুর পারভেজ। তিনি ১০৬ রানে অপরাজিত ছিলেন।

এর আগে ঢাকার ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছেন রনি তালুকদার।

৫১২ রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বরিশাল বিভাগ। কিন্তু শুভাগত হোমের বোলিং তোপে তাদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায় মাত্র ৯৯ রানে। শুভাগত হোম ২২ রানে নেন ছয় উইকেট।

জাতীয় লিগের ১৫তম আসরেও বরিশাল বিভাগ পয়েন্ট নিয়ে তালিকায় সবচেয়ে নীচে ছিল।
 
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।