ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

শর্ত দিয়ে খেলা সম্ভব নয়: দুর্জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট, বাংলানিউজটোয়েন্টিফোর.কম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫
শর্ত দিয়ে খেলা সম্ভব নয়: দুর্জয় নাঈমুর রহমান দুর্জয়

ঢাকা: বিশ্বকাপের পর এপ্রিলে পাকিস্তান দলের বাংলাদেশ সফরে আসার কথা। কিন্তু এরই মধ্যে হঠাৎ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি শাহরিয়ার খান দাবী করলেন বাংলাদেশ সফরের জন্যে সিরিজ থেকে আয়ের ৫০ ভাগ লভ্যাংশ এবং বাংলাদেশ-এ দল কিংবা বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলকেও পাকিস্তান সফরে যেতে হবে।



এই নিয়ে শনিবার কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সোজা জানিয়ে দিলেন শর্ত দিয়ে খেলা সম্ভব নয়। নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘আসলে শর্ত দিয়ে খেলা যায় না। বিষয়টি পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে হলেই ভালো হয়। ’

বিষয়টিকে মোটেও বাস্তবসম্মত বলে মনে করেন না বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান। এমন প্রস্তাবে কিছুটা অবাকও হয়েছেন দুর্জয়, ‘আসলে এটা বাস্তব সম্মত নয়। তাছাড়া আয়োজক বোর্ড সফরকারি বোর্ডকে লাভের অংশ দিয়েছে বলে আমি অন্তত জীবনে শুনিনি। ’

নাঈমুর রহমান জানালেন, বিষয়টি নিয়ে বিসিবিতে আলোচনা চলছে। তাছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গেও আলোচনা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি বলে জানালেন তিনি।

এদিকে ছাড় দিয়েও কি পাকিস্তানকে সফরের জন্যে রাজী করাবে বিসিবি? এমন প্রশ্নের জবাবে বেশ নিরাপদেই হাঁটলেন বাংলাদেশ দলের প্রথম টেস্ট অধিনায়ক, আসলে ছাড় দেওয়ার সম্ভাবনা যেমন আছে আবার না দেওয়ার সম্ভাবনা আছে। যা হবে আলোচনার মাধ্যমে হবে। ’

দুইটি টেস্ট, তিনটি ওয়ানডেও এবং একটি টি-টোয়েন্টি খেলার জন্য ১০ এপ্রিল বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে পাকিস্তানের।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।