ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দলের জন্যে বড় কিছু করতে চাইছেন মাহমুদুল্লাহ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
দলের জন্যে বড় কিছু করতে চাইছেন মাহমুদুল্লাহ ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে হঠাৎ করেই শীত যেন বেড়ে চলেছে। কিন্তু তাতে জবুথবু হয়ে বসে থাকার সুযোগ নেই বাংলাদেশের ক্রিকেটারদের।

আর সপ্তাহ তিনেক পর শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেট। দম ফেলার সুযোগ নেই ক্রিকেটারদের।

প্রচন্ড শীত এবং ঘুম জড়ানো মেঘলা আবহাওয়াকে তোয়াক্কা না করেই মাশরাফিরা দুপুরেই নেমে পড়লেন অনুশীলনে।

তবে অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে এলেন দলের সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ।

সামনেই বিশ্বকাপ সবগুলো দলই রয়েছে খেলার মধ্যে কিন্তু  বাংলাদেশের নেই কোন আন্তর্জাতিক ব্যস্ততা। কিন্তু বিষয়টিকে সমস্যা বলে মনে করেছেন না রিয়াদ। তার সহজ কথা, ‘আমার কাছে মনে হয় না সমস্যা হবে, শেষ আন্তর্জাতিক সিরিজ ছিল জিম্বাবুয়ের বিপক্ষে, এছাড়া আমরা প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত ছিলাম। আমার মনে হয় না এটা কোন প্রভাব ফেলবে। ওখানে আমরা আগেভাগেই যাচ্ছি। ওখানে দুইটি প্রস্ততি ম্যাচ খেলব। এছাড়া আরো দুইটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ আছে। সব কিছু মিলে প্রস্তুতিটা ভালোই হবে। ’

বাংলাদেশের গ্রুপে রয়েছে আফগানিস্তান এবং স্কটল্যান্ডের মতো সহজ প্রতিপক্ষ। কিন্তু পঁচা শামুকে পা কাটার অভিজ্ঞতাও কম নেই টাইগারদের। এবার নিশ্চয় আন্ডারডগদের নিয়ে বিশেষ পরিকল্পনা আছে?

কিন্তু বাংলাদেশের লোয়ার মিড অর্ডার ব্যাটসম্যান জানাচ্ছেন এ নিয়ে তাদের নেই কোন বিশেষ পরিকল্পনা। মাহমুদুল্লাহ বেশ নির্লিপ্তভাবেই জানালেন, ‘ওরকম বিশেষ কোন টার্গেট নেই তাদের বিপক্ষে, আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলব, প্রথম ম্যাচটা আমরা ইতিবাচক ফল দিয়ে শুরু করতে চাই। ’

বিশ্বকাপে নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে ডানহাতি এ ব্যাটসম্যান জানালেন, তেমন বিশেষ কোন পরিকল্পনা নেই তার। তিনি বলেন, ‘তেমন কিছু না, সবসময় চেষ্টা করি ভালো করার জন্যে। ব্যাটিং করি লেট অর্ডারে। সুযোগ বেশ কয়েকবার পেয়েছি হয়তো কাজে লাগাতে পারিনি। মাঝে একটা বছর হয়তো বাজে গেছে। কিন্তু জিম্বাবুয়ে সিরিজে আত্মবিশ্বাসটা বেড়েছে চেষ্টা করব দলের জন্যে বড় কিছু করার।

স্পিন ডিপার্টমেন্টে কোন সমস্যাই দেখছেন না এই অলরাউন্ডার। তবে তার চাওয়া পেস বোলাররা শুরুতেই ব্রেক থ্রু এনে দিক, ‘পেসাররা যদি ভাল শুরু এনে দিতে পারেন, তাহলে আমরা স্পিনাররা রানের চাকাটা আটকে রাখতে পারব। ’

বাংলদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।