ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপের আগে উমর আকমলের ঘর আলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
বিশ্বকাপের আগে উমর আকমলের ঘর আলো ছবি: সংগৃহীত

ঢাকা: আসন্ন বিশ্বকাপের আগেই দারুণ একটি খুশির মুহূর্ত পেলেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান উমর আকমল। সন্তানের বাবা হয়েছেন উমর আকমল।



উমর আকমলের স্ত্রী নুর আমিনা পাকিস্তানের সাবেক ক্রিকেট কিংবদন্তি আবদুল কাদিরের মেয়ে। গত বছরের এপ্রিলে আকমল-আমিনা জুটির বিয়ে সম্পন্ন হয়। বৃহস্পতিবার রাতে এ জুটির ঘর আলো করে এসেছে কন্যা একটি সন্তান।

বিশ্বকাপের আসরে উড়াল দেয়ার আগেই আকমল পরিবারে উড়ে এসেছে আনন্দের মুহূর্তটি। পাকিস্তানের ১৫ জনের চূড়ান্ত তালিকায় রয়েছেন উমর। তাই কন্যা সন্তানকে রেখেই তাকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের উদ্দেশ্যে যেতে হচ্ছে।

১৫ ফেব্রুয়ারি অ্যাডিলেডে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে উমর আকমলরা তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।