ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রথম ওডিআইতে নেই টেইলর ও সাউদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৫
প্রথম ওডিআইতে নেই টেইলর ও সাউদি টিম সাউদি

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে সাত ম্যাচ ওডিআই সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ড দলে দেখা যাবে না রস টেইলর ও টিম সাউদিকে। মূলত, বিশ্রাম দেওয়ার লক্ষ্যেই ত‍াদেরকে এক ম্যাচের জন্য দলে রাখা হয়নি।



কিউইদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান বলেন, ‘একটানা ক্রিকেট খেলার কারণেই টেলর ও সাউদিকে কিছুদিনের জন্য ছুটি দেওয়া হয়েছে। তাদের কোন ইনজুরি সমস্যা নেই। দু’জনই দ্বিতীয় ম্যাচে দলে ফিরবে। ’

সাউদির অনুপস্থিতিতে দলে সুযোগ পেয়েছেন ফাস্ট বোলার ম্যাট হেনরি। উল্লেখ্য, লঙ্কানদের বিপক্ষে এ সিরিজে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটাররাই খেলবেন। যদিও বিশ্বকাপের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে সুযোগ পাননি হেনরি।

টেলর-সাউদি ছাড়াও প্রথম ম্যাচে খেলতে পারবেন ‍না ফাস্ট বোলার কাইল মিলস। কুঁচকির ইনজুরি থেকে পুরোপুরি সেড়ে না উঠায় তাকে দলে রাখা হয়নি। প্রথম ম্যাচে কিউই দলের পেস বোলিংয়ের নেতৃত্ব দিবেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনি ও মিচেল ম্যাকক্লিনেগান।

উল্লেখ্য, আগামী রোববার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভাল স্টেডিয়ামে দু’দলের মধ্যকার প্রথম ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘন্টা, জানুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।