ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে নিউজিল্যান্ড-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪
সিরিজ জয়ের মিশনে মাঠে নামছে নিউজিল্যান্ড-পাকিস্তান সংগৃহীত

ঢাকা: পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করতে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে মাঠে নামছে নিউজিল্যান্ড ও পাকিস্তান।

পঞ্চম ও শেষ ওয়ানডেতে বিকেল ৫টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এই দুই দল মুখোমুখি হবে।

সিরিজে ২-২ সমতা রয়েছে।

পুরো সিরিজে উভয় দলই সমানেসমান লড়াই করেছে। ফলে শেষ ম্যাচে পাকিস্তান কিংবা নিউজিল্যান্ড কাউকেই দেওয়া যাচ্ছে না ফেভারিট তকমা।
তাই শেষ ম্যাচটিতে যে দল মাথা ঠাণ্ডা রাখতে পারবে সে দলের জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি।

স্কোয়াডে ড্যানিয়েল ভেট্টরির অন্তর্ভুক্তির ফলে কিউইদের বোলিং লাইনআপ আগের চেয়ে বেশ শক্তিশালী হয়েছে। চতুর্থ ওয়ানডেতে গুরুত্বপূর্ণ সময়ে ব্রেক থ্রু এনে দিয়ে পাকিস্তানের জয়ের সম্ভাবনা শেষ করে দিয়েছিলেন অভিজ্ঞ এই বাহাতি স্পিনার।

কিউইদের টপ অর্ডারও বেশ ভালো পারর্ফম করছে। ওপেনার মার্টিন গাপটিল রয়েছেন ভালো ফর্মে। অন্যদিকে অধিনায়ক কেন উইলিয়ামসনও চতুর্থ ওয়ানডেতে খেলেছেন ১২৩ রানের অসাধারণ এক ইনিংস। এশিয়ান কন্ডিশনে স্পিনের বিপক্ষে বেশ সাবলীল ব্যাটিং করেন নিউজিল্যান্ডের অধিনায়ক।

অন্যদিকে পাকিস্তান তাদের টপ অর্ডার নিয়ে রয়েছে কিছুটা অস্বস্তিতে। নাসির জামশেদের উপর নির্ভর করতে পারছে না টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে ওয়ান ডাউনে খেলা মোহামদ্দ হাফিজও অস্বস্তিতে রয়েছেন।

তবে মিডল অর্ডার ব্যাটস্যমান ইউনিস খান এবং শহীদ আফ্রিদি দুজনই রয়েছেন দারুণ ফর্মে, তারা যদি সময়মতো জ্বলে উঠতে পারেন তাহলে সিরিজ জয়ের হাসি হাসতেই পারে পাকিস্তান।

বাংলাদেশ সময় : ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।