ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বাদলের বিরুদ্ধে মিরপুরে মিছিল

স্পোর্টস করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৪
বাদলের বিরুদ্ধে মিরপুরে মিছিল ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিসিবি এবং সংস্থাটির সভাপতি নাজমুল হাসান পাপন ও বিসিবির সদস্যদের বিরুদ্ধে  আপত্তিকর মন্তব্য করায় ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দল লিজেন্ডস অব রুপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদলের বিরুদ্ধে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিক্ষোভ করেছে  আবাহনী লিমিটেডের সমর্থকরা।

বৃহস্পতিবার শেরে বাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেড এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ম্যাচ চলাকালে আবাহনীর সমর্থকরা বাদলের বিরুদ্ধে  স্লোগান দেয়।



বিক্ষোভকারীদের অনেকেই লিজেন্ডস অব রুপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদলের বিচারের দাবীও করেছে। লিজেন্ডস অব রুপগঞ্জ দলটিকেও বহিস্কারের দাবী জানায় তারা।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘন্টা, ০৪ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।